ATK Mohun Bagan: মনবীর-প্রীতমদের মাধ্যমে ট্রফির স্বাদ পাবেন ফেরেন্দো?

এবারের ফুটবল মরশুমের শুরুটা খুব একটা ভালো ছিলনা এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) জন্য। যারফলে সবুজ-মেরুনের আইএসএলের প্লে-অফ খেলা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা।

ATK Mohun Bagan and Bengaluru FC players in action during a football match

এবারের ফুটবল মরশুমের শুরুটা খুব একটা ভালো ছিলনা এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) জন্য। যারফলে সবুজ-মেরুনের আইএসএলের প্লে-অফ খেলা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। এমনকি তার উপর থেকে আস্থা হারাতে শুরু করেছিল খোদ এটিকে ম্যানেজমেন্ট। তবে বিচলিত হননি কোচ হুয়ান ফেরেন্দো। শান্ত মাথায় সামাল দিয়েছেন গোটা পরিস্থিতি।

বর্তমানে একেবারেই ঘুরে দাঁড়িয়েছে দল। কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে ইমামি ইস্টবেঙ্গল, ওডিশা এফসি ও হায়দরাবাদের মতো দল কে হারিয়ে ফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান। আগে একবার আইএসএলের ফাইনাল খেললে ও জিততে পারেনি সবুজ-মেরুন শিবির। তাই এবার নিজেদের একশো শতাংশ দিয়ে দলের ট্রফি জয় নিশ্চিত করতে মরিয়া সকলেই। তাহলে এবার মনবীর-প্রীতমদের মাধ্যমে ট্রফি জয়ের স্বাদ পাবেন ফেরেন্দো? সেই উত্তরের অপেক্ষায় সকলেই।

এদিকে ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্প্যানিশ কোচ বলেন, “অন্যান্য ম্যাচের মতো ফাইনালের ও নব্বই মিনিটের মধ্যে আমাদের ম্যাচ শেষ করার পরিকল্পনা থাকবে। তবে ফিরতি সেমিফাইনালে ট্রাইবেকারে পর্যন্ত ম্যাচ গড়ালে ও ফাইনালে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা জয় নিশ্চিত করতে চাই।” তবে প্রতিপক্ষ দলের ক্ষেত্রে কোনও একজনের বদলে এগারো জনকে গুরুত্ব দেওয়ার কথা বললে ও তিনি ভালো মতোই জানেন, আজ আইএসএল জিততে পারলে এক লহমায় লাখ লাখ সবুজ-মেরুন সমর্থকের নয়নের মনি হয়ে উঠবেন তিনি। সমস্ত ক্ষোভ,বিতর্ক ভুলে তাদের সম্বর্ধনা দেওয়ার ধুম পড়ে যাবে ক্লাব ও সমর্থকদের তরফ থেকে।

তবে সেইসব নিয়ে এখনই কিছু ভাবতে চান না বাগান কোচ। আইএসএল ট্রফি জেতাই এখন তার মূল্য লক্ষ্য। বলাবাহুল্য, ফুটবলার হিসেবে খুব একটা সাফল্য না পেলে ও মন থেকে কিছুতেই ভেঙে পড়েননি তিনি। ফুটবলার জীবনের ইতি টেনে কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করেন ফেরেন্দো। মাত্র ২৮ বছর বয়সেই কাতালুনিয়ার একটি যুব দলের দায়িত্ব পান তিনি। তারপরে একের পর এক দেশ ঘুরে গত ২০২০ সালে চলে আসেন ভারতে। সেবার আইএসএলে এফসি গোয়ায় কোচিং করানোর দায়িত্ব পান তিনি।

সেখান থেকেই বর্তমানের সবুজ-মেরুন। শুরু থেকেই সাংবাদিক সহ ম্যানেজমেন্টের একাধিক প্রশ্নে বিদ্ধ হয়েছেন তিনি। কিন্তু কখনো ই রেগে যাননি। বরং ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন গোটা পরিস্থিতি। তিনি জানেন, আজ হেরে গেলে ফের আতশ কাঁচের নিচে রাখা হবে তার স্ট্র্যাটেজি। হয়ত দল থেকে ও বাদ পড়বেন তিনি। সেসব না ভেবে আজ শেষ মুহূর্ত পর্যন্ত এটিকে মোহনবাগান কে ট্রফি জেতানোর মরিয়া চেষ্টা চালাবেন ফেরেন্দো।