শুরুতেই কাটল তাল, কোচবিহার জেনকিনস স্কুলে উত্তেজনা, মাথা ফাটল বিজেপি নেতার

vote

আজ প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট গ্রহণ। সকাল সকাল শুরু ভোট গ্রহন. কিন্তু শুরুতেই কাটল তাল। কোচবিহারের জেনকিনস স্কুলে ভোটের শুরুতেই ছড়ালো উত্তেজনা।

কোচবিহারের জেনকিনস স্কুলে মোট চারটি বুথ। ভোট শুরুর প্রথমেই বিজেপির অভিযোগ , বুথের একশো মিটারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি রয়েছে। শুধু তাই নয়, টাঙানো রয়েছে ত্রিনোমুলের দলিয়ো পতাকা। আর তাই নিয়েই শুরু উত্তেজনা। বিজেপির তরফে প্রিসাইডিং অফিসরের কাছে অভিজোগ জানানো হয়। তবে তৃণমূলের তরফে ছবি ও পতাকা খোলা হয়।

   

ভোট শুরুতেই ঝড়লো রক্ত। মাথা ফাটল বিজেপি বুথসভাপতির। কোচবিহারের রাজপুরের ঘটনা। ভোট শুরুর এক ঘণ্টার মধ্যেই উত্তেজনা। অন্যদিকে কোচবিহারের দিনহাটা বোমা উদ্ধার। এ ক্ষেত্রেও বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে দেখা যায় বোমা। বিজেপি বুথ সভাপতি লব সরকার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন