Hiran Chatterjee: ‘শুভেন্দুকে তৃণমূলে ফেরাতে হাতেপায়ে ধরেছিলেন অভিষেক’, দাবি হিরণের

২৪-এর লোকসভা ভোটের আর তিনদিন বাকি থাকতে বড় ঘটনা ঘটে গেল বাংলায়। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পার্টি অফিসে হাজির হয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। বেশ কয়েক মাস আগের এই ঘটনা। এদিকে অভিষেকের অফিসে যাওয়া নিয়ে এবার বেশ কিছু সময়ের পর সপাটে জবাব দিলেন হিরণ। তিনি যা বললেন তা শুনে সকলেরই মুখ হাঁ হয়ে যেতে পারে।

বিজেপি প্রার্থী জানান, ‘পার্টিকে জানিয়েই অভিষেকের অফিসে গিয়েছিলাম, বারবার ফোন করে ডেকেছিলেন। সিসিটিভি ফুটেজ দিলে আমিও উনি কতবার ডেকেছেন ফোন করেছেন সে প্রমাণ দেবো। ডেকে আমাকে কী কী বলেছেন সে রেকর্ডও রয়েছে আমার কাছে।’

   

এরপরেই আসল বোমাটা ফাটান হিরণ। নাকি শুভেন্দুকে তৃণমূলে ফেরাতে নাকি হাতে পায়ে অবধি পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! এই প্রসঙ্গে হিরণ জানান, ‘প্রশান্ত কিশোরের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ২০২০ সালের ১ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিলেন? হাতে পায়ে ধরে যে শুভেন্দুবাবুকে তৃণমূলে ফিরিয়ে আনতে গিয়েছিলেন সেই ফুটেজ উনি কি দিয়েছেন?’ এদিকে কেন অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন হিরণ তা নিয়ে বড় কথা বলেন আরেক তৃণমূল নেতা শান্তনু সেন।

তিনি জানান, “ঘাটালের বিজেপি প্রার্থী খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান হতে চেয়েছিলেন। তাঁর সেই শর্ত মেনে নেয়নি তৃণমূল। কারণ শর্তসাপেক্ষে তৃণমূল কাউকে নেওয়ার পক্ষপাতী ছিল না। তৃণমূল একটি সঙ্ঘবদ্ধ দল। তৃণমূলকে কাউকে ভাঙিয়ে আনতে হয় না।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন