শুভেন্দু ঘনিষ্ট বিজেপি নেতার মৃত্যু দুর্ঘটনায়

accident

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য অমল মাইতি। কলকাতা থেকে কোলাঘাট যাওয়ার পথে উলুবেড়িয়ার ৬ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা (road accident)৷ আহত হন একজন। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

সূত্রের খবর, গতকাল রাত ১০ টা নাগাদ ব্যবসার কিছু জিনিসপত্র নিয়ে কলকাতা থেকে পিক আপ ভ্যানে করে ফিরছিলেন ওই বিজেপি নেতা। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। আহতদের উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

   

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ছুটে আসে অমল মাইতির পরিবার। উপস্থিত হন বিজেপি নেতারা। তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।

রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ অমল মাইতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট নেতা বলেই পরিচিত। তাঁর আকস্মিক প্রয়াণে বিজেপিতে শোকের ছায়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন