BJP: জমি হারাচ্ছেন দিলীপ, খড়্গপুরে ‘ঘরে ঢুকে মারব হুমকি’

শাসক ও বিরোধী দলে একই ছবি। নিয়ন্ত্রণহীন টিএমসি ও বিজেপি (BJP) দুটি দলই, রাজনৈতিক মহলে এমনই আলোচনা তীব্র। দুটি দলেই রাজ্য নেতৃত্বের সঙ্গে জেলা নেতাদের…

Dilip Ghosh

শাসক ও বিরোধী দলে একই ছবি। নিয়ন্ত্রণহীন টিএমসি ও বিজেপি (BJP) দুটি দলই, রাজনৈতিক মহলে এমনই আলোচনা তীব্র। দুটি দলেই রাজ্য নেতৃত্বের সঙ্গে জেলা নেতাদের সংযোগ খাদের কিনারে। পুরভোটে প্রার্থী তালিকা নিয়ে চরম গোষ্ঠীদ্বন্দ্ব চলেছে।

পুরভোটে বিজেপির প্রার্থী তালিকা বের হতেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রবল বিক্ষোভ। তবে চমকদার পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরে। জেলার খড়্গপুরে বিজেপির মধ্যে রাম-রাবণ যুদ্ধ শুরু হয়ে গেছে। দলেই অভিযোগ, সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রাশ আর নেই স্থানীয় সমর্থকদের মধ্যে। তিনি জমি হারাচ্ছেন।

BJP-KGP

পরিস্থিতি এমন যে টিকিট না পেয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য তুষার মুখার্জির বাড়িতে হামলা করল বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। আরও এককাঠি এগিয়ে খড়গপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে রণংদেহী মূর্তি নিয়ে হাজির হলেন দলেরই নেত্রী। অভিযোগ, বিজেপির নেত্রী বেবি কোলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন, বিজেপিকে ভোট দিলে ফল ভাল হবে না। বিজেপি প্রার্থীকে ভোট দিলে ঘরে ঢুকে মারব।

খড়্গপুরে পুরভোটে ব্যাপক হামলার আশঙ্কা পেকে উঠেছে। অভিযোগ, সাংসদ দিলীপ ঘোষ ও বিধায়ক হিরন চট্টোপাধ্যায়ের গোষ্ঠী পরস্পরকে রুখতে তৈরি। বিজেপি রাজ্য নেতৃত্ব হিরণের দিকে ঝুঁকে আছেন। পুরভোটে কোনঠাসা দিলীপবাবু।

প্রার্থী তালিকায় বদল না হলে বিক্ষুব্ধ বিজেপির প্রার্থী হয়ে প্রবল ভোট কাটাকাটির সম্ভাবনা তৈরি হয়েছে। পাশের জেলা পূর্ব মেদিনীপুরেও আরও কঠিন পরিস্থিতি। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপিতে প্রবল ভাঙন শুরু হয়েছে।