Lok Sabha Election 2024: লোকসভা ভোটে বঙ্গে পদ্মের প্রার্থী-কাঁটা

BJP in Bengal

বাংলার পাঁকে পদ্মের চাষ হচ্ছে। কয়েক বছরে অনেকটাই এগিয়েছে। কিন্তু ফসল কে ঘরে তুলবে, তা নিয়েই কোন্দল। চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে প্রার্থী-কাঁটায় বিদ্ধ বঙ্গ বিজেপি।

Advertisements

প্রথম দফার প্রার্থী তালিকায় বাংলার ২০জনের নাম ছিল। দ্বিতীয় দফায় সেই সংখ্যা শূন্যে দাঁড়ায়। তৃতীয় তালিকা প্রকাশের আগে জটিলতা বাড়াচ্ছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, রাজ্য নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

BJP Calls for 12-Hour Bandh in North Bengal

Advertisements

বঙ্গ বিজেপির একটি সূত্র বলছে, বেশ কয়েকটি আসনের প্রার্থী নিয়ে দলের অন্দরে দ্বিমত রয়েছে। বারাকপুর, দমদম, উত্তর কলকাতা, রায়গঞ্জ, আরামবাগ কিংবা কৃষ্ণনগরের মতো কেন্দ্র নিয়ে জট তৈরি হয়েছে। এই কেন্দ্রগুলিতে প্রার্থীপদের একাধিক দাবিদার। এ নিয়েই দোলাচলে রাজ্য নেতৃত্ব।
এছাড়াও সমস্যা রয়েছে উলুবেড়িয়া এবং বসিরহাট কেন্দ্র নিয়ে। সূত্রের খবর, সংখ্যালঘু প্রধান দুই কেন্দ্রে অনেকেই প্রার্থী হতে নারাজ। সিএএ লাগু হওয়ার পর এই দুই কেন্দ্র নিয়ে পদ্মের অন্দরে অনিহা বেড়েছে।

এই সব জটিলতা কাটাতেই বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লি উড়ে গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সোমবারের বৈঠকে তালিকা চূড়ান্ত হবে। খুব সম্ভবত মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করবে পদ্ম শিবির।