Purba Medinipur: তৃণমূল নেত্রীর বাড়িতে আগুন, অভিযোগের তির বিজেপির দিকে

Fire

মারিশদায় তৃণমূল নেত্রীর বাড়িতে আগুন। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন রেখা গিরি। গোটা বাড়ি পুড়ে ছাই। বাড়ির লোকজনদের উদ্ধার করেন গ্রামবাসীরা। এই গোটা বিষয়ের রাজনৈতিক সংযোগ রয়েছে কিনা সেই নিয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisements

রাতের অন্ধকারে এই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে সে বিষয় এখনো স্পষ্ট নয়। গোটা বাড়ি ভষ্মিভূত হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় তৃণমূলের নেতা কর্মীরা।

এই বছর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম সদস্যের পদে রেখা গিরি দাঁড়িয়ে ছিলেন। সেই সময় তাকে অনেকেই হুমকি দিয়েছিল। এই গোটা ঘটনার বিষয় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। এখন বলছে বিজেপি এই কাজ করতে পারে। সেই অনুমান থেকে অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত করার জন্য। পুলিশ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে।

Advertisements

তবে এই গোটা ঘটনার বিজেপির দিকে যে নিশানা করা হয়েছে সেই গোটা অভিযোগই গায়ে না মেখে উল্টো সুর চড়িয়েছেন তারা। তাদের দাবি এই সকল অভিযোগ একেবারে ভিত্তিহীন। তাদের দলের কেউ এমন কাজ করেনি।