‘কেউটে সাপ’, মোদী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, মমতার বিরুদ্ধে কমিশনে BJP

লোকসভা নির্বাচনের মুখে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বিজেপি (BJP)। মমতার বিরুদ্ধে নির্বাচনে কমিশনে গিয়ে নালিশ করল গেরুয়া শিবির। দেশের প্রধানমন্ত্রী…

'কেউটে সাপ', মোদী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, মমতার বিরুদ্ধে কমিশনে BJP

লোকসভা নির্বাচনের মুখে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বিজেপি (BJP)। মমতার বিরুদ্ধে নির্বাচনে কমিশনে গিয়ে নালিশ করল গেরুয়া শিবির।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মমতার বিরুদ্ধে। ফলে এবার তারই ফলশ্রুতি হিসেবে এবার মমতার বিরুদ্ধে নালিশ করল করল বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে অভিযোগ জানালো দল। কোচবিহারের সভার ভিডিও ক্লিপ জমা দিয়েছে বিজেপি। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা রাজনৈতিক লাভের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং আধাসামরিক বাহিনীকে ব্যবহার করছে। তাঁর অভিযোগ, গেরুয়া শিবির আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে।

বৃহস্পতিবার কোচবিহারে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘গেরুয়া শিবিরের নির্দেশে তদন্তকারী সংস্থা, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কাজ করছে।’

Advertisements

এরপর মমতার কটাক্ষ, ‘‘কেউটে সাপকেও বিশ্বাস করতে পারেন। তাকে পোষ মানাতে পারবেন। বিজেপিকে বিশ্বাস করবেন না।’’