অবশেষে আসানসোলে প্রার্থী ঘোষণা করল BJP, কে জানেন?

অবশেষে আসানসোল আসনে বিজেপি (BJP) প্রার্থীর নাম ঘোষণা হল। আগামী ১৩ মে আসানসোলে লোকসভা ভোট হবে। আর এই আসানসোল লোকসভা ভোটে প্রার্থী করা হল সুরিন্দর…

bjp

অবশেষে আসানসোল আসনে বিজেপি (BJP) প্রার্থীর নাম ঘোষণা হল। আগামী ১৩ মে আসানসোলে লোকসভা ভোট হবে। আর এই আসানসোল লোকসভা ভোটে প্রার্থী করা হল সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে।

এর আগে এই আসনে ভোজপুরি গায়ক ও নায়ক পবন সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি পিছিয়ে আসেন।

   
Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News