Lok Sabha Election 2024: উত্তর কলকাতায় তাপসকে প্রার্থী করতে নারাজ বিজেপি

লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) উত্তর কলকাতা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। এই লক্ষ্য নিয়ে তৃণমূল ছেড়েছিলেন। বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। কিন্তু লক্ষ্যপূরণের আগেই…

Tapas Roy Contemplated to Contest on BJP Ticket in Kolkata North

short-samachar

লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) উত্তর কলকাতা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। এই লক্ষ্য নিয়ে তৃণমূল ছেড়েছিলেন। বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। কিন্তু লক্ষ্যপূরণের আগেই জোড় ধাক্কা খেলেন তাপস রায় (Tapas Roy)। সূত্রের খবর, তাঁকে উত্তর কলকাতার টিকিট দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।

   

বরানগরের সদ্য প্রাক্তন বিধায়ক এখন বিজেপিতে। উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দ্বন্দ্বের কথা কারও অজানা নয়। তাঁর বিরুদ্ধে লড়তে ফুল বদল করেন তাপস। সরাসরি না বললেও বুঝিয়ে দিয়েছেন যে তাঁর লক্ষ্য দিল্লি। সেটাও আবার উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের জনপ্রতিনিধি হয়ে।

TMC MLA Tapas Roy

সব যেন ঠিকই চলছিল। হঠাৎ করেই ছন্দপতন। সূত্রের খবর, বিজেপি নেতৃত্বের একাংশ তাপস রায়কে উত্তর কলকাতার প্রার্থী করতে নারাজ। তবে এমন নয় যে তাঁকে প্রার্থী করা হবে না। তাপস রায়কে দমদম কেন্দ্র থেকে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।  একুশের ভোটে বরানগর কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। তৃণমূলের টিকিটে। সেই বরানগর বিধানসভা কেন্দ্রেটি দমদম লোকসভার মধ্যে পড়ে।

সূত্রের খবর, দমদম থেকে লড়তে নারাজ তাপস রায়। তাঁর স্পষ্ট কথা, টার্গেট যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় তখন দমদম কেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় তো উত্তর কলকাতারই তৃণমূলের প্রার্থী। উত্তর কলকাতা কেন্দ্রের টিকিট না পেলে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাপস।

তাপস অনুগামীদের একাংশ এই জটিলতার পিছনে সুদীপের মদত দেখছে। কারণ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সুসম্পর্ক আছে। সেই সুবাদে নিজের আসন নিশ্চিত করতে এবং তাপস রায়কে প্যাঁচে ফেলতে নতুন ছক কষেছেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী।

জটিলতা, জল্পনা নিয়েই পারদ চড়ছে। প্রার্থী তালিকা নিয়ে বৈঠক করতেই দিল্লি উড়ে গিয়েছেন সুকান্ত-শুভেন্দু। শীঘ্রই সামনে আসবে পদ্মের প্রার্থী তালিকা। চূড়ান্ত হবে তাপস রায়ের ভোট-ভবিষ্যৎ।