রাজ্যে বিনিয়োগ ও ভারি শিল্প দরকার এমনই দাবি বিরোধী দল বিজেপির। একইসঙ্গে তাদের অভিযোগ, বীরভূমের (Birbhum) দেউচা পাঁচামি প্রস্তাবিত খনি প্রকল্পের জমি অঘিগ্রহণ নিয়ে। ফলে বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী দিনে বিরোধী দলের দেউচা অভিযান রাজনৈতিক বিতর্ক উস্কে দিচ্ছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দেউচা পাঁচামিতে যাচ্ছেন বিজেপি বিধায়ক প্রতিনিধিরা। এই এলাকায় খনি প্রকল্পের জন্য জমি দিতে না চাওয়া আদিবাসীরা আন্দোলন করছেন। তাদের রোষের মুখে কিছু জমিদাতাদের ক্ষতিপূরণ টাকা দিতে গিয়ে পালিয়ে আসেন সরকারি কর্মী ও টিএমসি নেতারা। বিক্ষোভের এই ছবি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মাঝে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তীব্র অস্বস্তির কারণ।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ব্রোশিওরে রাজ্য সরকারের তরফে বীরভূমের মহম্মদ বাজারের দেউচা পাঁচামিতে দেশের বৃহত্তম খোলামুখ কয়লা খনি গড়ার কথা বলা হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, সরকারের দেওয়া চাকরি ও ক্ষতিপূরণ প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই। তারা বলছেন, কোনওভাবেই প্রকৃতি ধংস করে খনি গড়তে দেওয়া হবে না। এলাকায় আদিবাসীদের মধ্যে ক্ষোভ তুঙ্গে।
দেউচা পাঁচামির আদিবাসীদের এই ক্ষোভের মুখে বিজেপি প্রতিনিধিরা ঘটনাস্থলে রাজনৈতিক গোলযোগ পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আরও অভিযোগ, আদিবাসীদের বিক্ষোভের মদত দিচ্ছে সিপিআইএম।