BJP: প্রচারে বেরিয়ে টোটো থেকে পড়ে আহত উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী

প্রচারে বেরিয়ে বিভ্রাট! টোটো থেকে পড়ে আহত হলেন উলুবেড়িয়া লোকসভা (Lok Sabha Election) কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। আজ, সোমবার শ্যামপুরের চন্দনপুর…

bjp-candidate-uluberiya

প্রচারে বেরিয়ে বিভ্রাট! টোটো থেকে পড়ে আহত হলেন উলুবেড়িয়া লোকসভা (Lok Sabha Election) কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। আজ, সোমবার শ্যামপুরের চন্দনপুর এলাকায় টোটো করে প্রচার সারছিলেন তিনি। সেই সময় টোটো রাস্তার পাশে উল্টে গিয়ে পড়ে। এর ফলে চোট পান অরুণ। যদিও এই চোট খুব একটা গুরুতর নয়। এক্স-রে রিপোর্ট দেখেও ডাক্তার জানিয়েছেন, আপাতত চিন্তার কিছু নেই। 

বিজেপি সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মত আজ, সোমবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে নামেন অরুণ উদয় পাল চৌধুরী। টোটোতেই প্রচার চালাচ্ছিলেন তিনি। আচমকা সেই টোটোর সামনে একটি বাইকে চলে আসে। এর ফলে নিয়ন্ত্রণ হারান টোটো চালক। উল্টে যায় টোটোটি। সেই সময় বিজেপি প্রার্থীও মাটিতে পড়ে যান।

   

দ্রুত দলের কর্মী-সমর্থকরা তাঁকে উদ্ধার করে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে এক্স করা হয় তাঁর। কলার বোন এবং পাঁজরে চোট পেয়েছেন বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। প্রার্থীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হয়েছেন। বিজেপির অভিযোগ, সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।

আগামী ২০ মে হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোট। প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।