‘বাঁকুড়ার মানুষের কাছে আমি অত্যন্ত ঋণী, কারণ তাঁরা পাঁচ বছর আমার সাথে সাথ দিয়েছেন। আর সেই কারণে এখানকার মানুষের জন্য ভারত সরকারের কাছ থেকে অনেক কিছু আনতে পেরেছি’। লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর বাঁকুড়ায় পৌঁছেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন ‘বিদায়ী’ সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার (Dr. Subhash Sarkar)।
সোমবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের নতুনগঞ্জে দলের জেলা কার্যালয় সংলগ্ন এলাকায় টৌটো চালিয়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগের ফাঁকে দ্বিতীয়বার মনোনয়ন দেওয়ার জন্য পার্লামেন্টারি বোর্ড, প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ অন্যান্যদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আগামীকাল শহরের ভৈরবস্থানে পূজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবো’।
অন্য এক প্রশ্নের উত্তরে বলেন, রাজ্য সরকারের অসহযোগীতার জন্য দ্বারকেশ্বর-গন্ধেশ্বরী নদীবাঁধ প্রকল্প ও ছাতনা-মুকুটমনিপুর রেলপথের কাজ করা সম্ভব হয়নি। আগামী দিনে রাজ্যে সরকার পরিবর্তন হলে এই কাজ হবে। একই সঙ্গে বাঁকুড়া শহরকে সাজিয়ে তোলা ও স্কুল কলেজের মানোন্নয়নে আগামী দিনে জোর দেবেন বলে তিনি জানান। এদিন বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার বাঁকুড়ায় পৌঁছানোর পর দলের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।