২৪-এর লোকসভা ভোটে শিতলকুচির পুনরাবৃত্তি, BJP প্রার্থীর মন্তব্য ঘিরে তোলপাড় বাংলা

পঞ্চায়েত ভোট, বিধানসভা ভোট হোক কিংবা হোক লোকসভা নির্বাচন, সন্ত্রাস যেন কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না। সেইসঙ্গে রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের বিতর্কিত মন্তব্য তো আগুনের…

পঞ্চায়েত ভোট, বিধানসভা ভোট হোক কিংবা হোক লোকসভা নির্বাচন, সন্ত্রাস যেন কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না। সেইসঙ্গে রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের বিতর্কিত মন্তব্য তো আগুনের ওপর ঘি পড়ার সমান। যেমন, এবার ২৪-এর লোকসভা ভোটে শিতলকুচির প্রসঙ্গ উঠে এল। ২৪-এর ভোটে ২১-এর বিধানসভা ভোটের মতো ঘটনার পুনরাবৃত্তি হতে পারে তার ইঙ্গিত দিলেন জঙ্গিপুরের বিজেপি (BJP) মনোনীত প্রার্থী ধনঞ্জয় ঘোষ।

Advertisements

আজ মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় উত্তেজকনা ছড়িয়েছে মুর্শিদাবাদের একের পর এক জায়গায়। বিতর্ক তৈরি হয়েছে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষকে নিয়ে। আজ ভোটের আবহে তাঁর করা একটা মন্তব্যকে ঘিরে নতুন করে তোলপাড় হয়ে উঠল বাংলা। আজ মুর্শিদাবাদের অজগড়পাড়ার ৮৮ নম্বর বুথে তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। হাতাহাতিতে অবধি জড়িয়ে পড়েন। এরপরেই তিনি বললেন, ‘একুশের ভোটে শিতলকুচি শুনেছিলাম, এবারও নির্বাচন কমিশনের নিরাপত্তারক্ষীরা তেমন কিছু করতে পারেন।’

   

এদিকে এই ঘটনাকে হাতিয়ার করে আসরে নামল তৃণমূল। জঙ্গিপুরের বিজেপি প্রার্থীর মুখে শীতলকুচির হুমকির ঘটনায় নির্বাচন কমিশনে গেল তৃণমূল। উল্লেখ্য, আজ মালদা দক্ষিণ, মালদা উত্তর, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সকাল থেকে। এদিকে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ।