সোমবার বাংলা বনধের ডাক দিল বিজেপি। জানা গিয়েছে, পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আগামিকাল বিজেপি বাংলা বনধের ডাক দিয়েছে।
সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। তৃণমূলের সন্ত্রাস, আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে এই বনধের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে ভোটে সন্ত্রাসের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর।
সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘উত্তরপ্রদেশে ভোটে অশান্তি নেই, কিন্তু বাংলার ভোটে আছে শুধুই অশান্তি। আজ একাধিক সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। ১০৮ পুরসভায় ৯২৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে। নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। আদালতের গোটা বিষয়টি দেখা উচিৎ।’
অন্যদিকে বিজেপির এহেন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘বিজেপির ডাকা বনধ সমর্থনযোগ্য। ক্ষমতা থাকলে আমরাও ডাকতাম।’