রাতের অন্ধকারে BJP-র বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

লোকসভা ভোটের আগে বাংলায় ফের একবার বড় ঘটনা ঘটে গেল। গুরুতর অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। শুক্রবার রাতে করণদিঘী বিধানসভার আলতাপুরে বিজেপি (BJP)…

লোকসভা ভোটের আগে বাংলায় ফের একবার বড় ঘটনা ঘটে গেল। গুরুতর অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। শুক্রবার রাতে করণদিঘী বিধানসভার আলতাপুরে বিজেপি (BJP) বুথ সভাপতি রাজকুমার দাসের বাড়িতে রাত প্রায় ১টা নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় তার স্ত্রী সহ পুরো পরিবার বলে অভিযোগ ।

শুধুমাত্র তাই নয়, বিজেপি নেতার স্ত্রীকে বিবস্ত্র করে অত্যাচার করা হয়েছে। এমনকি বাড়ির ঠাকুরদের মূর্তি ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। এহেন ঘটনাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে বাংলা। রাজকুমার দাসের স্ত্রী জানিয়েছেন, ‘আমার স্বামীর সঙ্গে গণ্ডগোল হয়েছিল, তারপর আমার স্বামী পালিয়ে যায়। আমার স্বামী কোথায় আছে জানি না সেটা ওদের জানাই। এরপর বাড়িতে থাকা লোহার গ্রিল খুলে বাড়িতে ঢুকে পড়ে। প্রায় ৩০০ থেকে ৪০০ জন লোক এসে বাড়িতে চড়াও হয়। আর কেউ হিন্দু ছিল না। বাড়ির দরজা, জানলা, টিভি, খাট বিছানা সব তছনছ করে রেখে দেয় ওরা। ভাতের হাঁড়ি পর্যন্ত রাখেনি ওরা। বাড়িতে আমার দুর্গা প্রতিমা, মনসা ছিল। আমার সমস্ত ঠাকুরকে বাঁশ, কাঠ, ইট দিয়ে ভেঙে দেয়।’

তিনি আরও জানান, ‘রান্নাঘর, ট্র্যাক্টর, মোটরসাইকেল সব ভেঙে দিয়েছে। আমার ছেলের পা, মেয়ের হাত ভেঙে দিয়েছে বাধা দিতে গেলে। আমিও বাধা দিতে গিয়েছিলাম, এরপর আমার শাড়ি ছিঁড়ে দেয়, কিচ্ছু রাখে না। আমার স্বামী বিজেপি করেই বলে এই হামলা।’