Loksabha Election 2024: মেদিনীপুর হাতছাড়া হল দিলীপ ঘোষের, তমলুক থেকে BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Bjp

অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটলো। আসন্ন লোকসভা ভোটকে পাখির চোখ করে বাংলার বাকি ১৯ টি লোকসভা আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি (BJP)।

Advertisements

কলকাতা উত্তর থেকে প্রার্থী করা হল তৃণমূল থেকে আসা তাপস রায়কে। অন্যদিকে তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী, দার্জিলিং থেকে রাজু বিস্তা, কলকাতা দক্ষিণ থেকে দেবশ্রী চৌধুরী, বর্ধমান-দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ, ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে প্রার্থী করল বিজেপি।

   

শুধু কি তাই, মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পলকে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। এছাড়া
জলপাইগুড়ি ডা জয়ন্ত রায়, উলুবেড়িয়া থেকে অরুণ উদয় পাল চৌধুরী, রায়গঞ্জ থেকে কার্তিক পাল, জঙ্গিপুর থেকে ধনঞ্জয় ঘোষ, কৃষ্ণনগর থেকে রানী মা অমৃতা রায়, দমদম থেকে শীলভদ্র দত্ত, বারাসাত থেকে স্বপন মজুমদার, বসিরহাট থেকে রেখা পাত্র, মথুরাপুর থেকে অশোক পুরকাইত, শ্রীরামপুর থেকে কবির শংকর বোস, আরামবাগ থেকে অরূপ কান্তি দিগার, বর্ধমান পূর্ব থেকে আশিস কুমার সরকারকে প্রার্থী করেছে বিজেপি।

Advertisements