দলের ভিতরেই কোণঠাসা সুকান্ত! বিজেপি বিধায়কের ‘বুড়ো আঙুল’ রাজ্য সভাপতিকে

বিজেপি রাজ্য সভাপতির কথাকে গুরুত্ব দিলেন না কার্শিয়াঙের বিজেপি (Bjp) বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। শুধু গুরুত্ব দেওয়া নয়, তাঁর মন্তব্যকে অবাস্তব বলে কটাক্ষ করলেন তিনি। শুধু…

sukanto majumder

বিজেপি রাজ্য সভাপতির কথাকে গুরুত্ব দিলেন না কার্শিয়াঙের বিজেপি (Bjp) বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। শুধু গুরুত্ব দেওয়া নয়, তাঁর মন্তব্যকে অবাস্তব বলে কটাক্ষ করলেন তিনি। শুধু তাই নয়, বিজেপির রাজ্যসভাপতি তথা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য সুকান্তর কথা সুদূর ভবিষ্যতেও কোনওদিন ফলবে না বলে উল্লেখ করেন বিষ্ণুপ্রসাদ। প্রসঙ্গত দেশের উত্তর-পূর্বের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রস্তাব দিয়েছেন বিজেপি-র রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গেই সুকান্তের প্রস্তাবের পাল্টা বক্তব্য রাখেন বিষ্ণুপ্রসাদ।

রাজ্যের জমি অধিগ্রহণে অনীহা, বাংলায় রেল প্রকল্পে ঢিলেমির কারণ: রেলমন্ত্রী

   

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে রাজ্য ভাগ না করেই উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন সুকান্ত। বৃহস্পতিবার তার পাল্টা বিষ্ণু বলেন, ‘২০২৬ সালের বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন সুকান্ত।’ বুধবার সুকান্ত জানিয়েছিলেন, উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থেই তিনি সেখানকার আট জেলাকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন। বৃহস্পতিবার সুকান্তের প্রস্তাবকে কটাক্ষ করে বিষ্ণু বলেন, ‘এটা একটা অবাস্তব ধারণা। এটা কোনও দিনই হবে না।’

হারের হতাশা থেকে বাংলা-ভাগ, নাকি নেপথ্যে বিজেপির অন্য কোনও অভিসন্ধি?

বিষ্ণুপ্রসাদ আরও বলেন, ‘এটি একটি ইউটোপিয়ান ভাবনা। এটা কোনও দিনই হবে না। কারণ পূর্বতর পরিসর যে কারণে বানানো হয়েছে, সিকিমে ৩৭১ এফ স্পেশাল প্রভিশন আছে, তার জন্যই সিকিমকে এনইসি-র অন্তর্ভুক্ত করা হয়। বাংলায় তেমন প্রভিশন নেই। বাংলায় থেকে, বাংলার অংশ থেকেই এটা করতে বলেছেন।’

তবে এর আগে দলের বিরুদ্ধে বিভিন্ন কাজ করে খবরের শিরোনামে উঠে এসেছেন বিষ্ণুপ্রসাদ। লোকসভা ভোটে দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে রাজু বিস্তার নাম ঘোষিত হলে প্রকাশ্যেই তাঁর বিরোধিতা করেন বিষ্ণু। রাজুর বিরুদ্ধে নিজেই নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েন বিষ্ণু। বিজেপির অন্দরে বিষ্ণু-কাঁটা উস্কে দিতে শাসকদল তৃণমূল কার্শিয়াঙের বিজেপি বিধায়কের মন্তব্যকে স্বাগত জানিয়েছে।