হাসপাতালে ‘দাদাগিরি’র অভিযোগ, বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি ‘সন্দীপ ঘনিষ্ট’ বিরূপাক্ষ

আরজি কর কাণ্ডে (RG Kar case) উত্তাল গোটা রাজ্য। হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে গত সোমবারই প্রাক্তণ অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ (Sandip Ghosh) চারজনকে গ্রেফতার করে সিবিআই।…

Birupakhsha Biswas transferred to Kakdwip from Bardhaman Medical college for unpleasent alligation

আরজি কর কাণ্ডে (RG Kar case) উত্তাল গোটা রাজ্য। হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে গত সোমবারই প্রাক্তণ অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ (Sandip Ghosh) চারজনকে গ্রেফতার করে সিবিআই। আর তারপরই বুধবার সন্দীপ ঘনিষ্ট বিরূপাক্ষ বিশ্বাসকেও এবার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করে রাজ্যের স্বাস্থ্য দফতর। 

‘বিতর্কিত’ মন্তব্যে বিপাকে লাভলি, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

   

আরজি করের ঘটনার মধ্যেই বিরূপাক্ষের বিরুদ্ধে ‘দাদাগিরি’র আওয়াজ তুলে সরব হন বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়ার ডাক্তারেরা। তৃণমূলের এই ঘনিষ্ট নেতার বিরুদ্ধে অভিযোগ তাঁর কথা মতো না চললে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিতেন বিরূপাক্ষ বিশ্বাস। আর এতেই রীতিমতো নাজেহাল কলেজের জুনিয়ার ডাক্তারেরা। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পড়ুয়ারা সরব হলে তাঁকে বদলির সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন।

‘সুপ্রিম’ চাপ দিতে আবাবও রাত জাগছে তিলোত্তমা

বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করে দেওয়ার পরেও শাস্তি মানতে নারাজ অভিযুক্ত চিকিত্সক বিরূপাক্ষ বিশ্বাস। তিনি বলেন,”আট মাস আগেই এই বদলির কথা ছিল। কিন্তু বর্ধমান থেকে আমাকে রিলিজ করা হচ্ছিল না। পুরোপুরি মেরিটের ভিত্তিতে এই বদলির তালিকা তৈরি করা হয়েছে। কোনওভাবেই এটা শাস্তিমূলক ব্যবস্থা নয়।”

অপরিবর্তিত পেট্রোলের দাম, ট্যাঙ্ক ভরার আগে জেনে নিন কোথায় কত দর

তবে বিরূপাক্ষ তাঁর ‘শাস্তিমূলক বদলি’কে অস্বীকার করলেও চিকিৎসকদের সংগঠন তাঁর এই দাবি মানতে নারাজ। সংগঠনের কথায়, সত্যি লুকোতেই এইসব কথা বলছেন তিনি। বিরূপাক্ষের মতো লোকেদের জেলের ভেতরে থাকা উচিত।