Birbhum: যুদ্ধ বিধ্বস্ত দেশে আটকে শাহরুখ, উদ্বিগ্নে পরিবার

ইউক্রেনে আটকে বীরভূমের সিউড়ির বাসিন্দা ডাক্তারির ছাত্র শাহরুখ সুলতান আহমেদ। চিন্তায় রয়েছে গোটা পরিবার। জানা গিয়েছে, ইউক্রেনে প্রায় ২০ হাজার পড়ুয়া আটকে আছে এই মুহুর্তে।…

Birbhum: যুদ্ধ বিধ্বস্ত দেশে আটকে শাহরুখ, উদ্বিগ্নে পরিবার

ইউক্রেনে আটকে বীরভূমের সিউড়ির বাসিন্দা ডাক্তারির ছাত্র শাহরুখ সুলতান আহমেদ। চিন্তায় রয়েছে গোটা পরিবার। জানা গিয়েছে, ইউক্রেনে প্রায় ২০ হাজার পড়ুয়া আটকে আছে এই মুহুর্তে।

৬ বছর আগে ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিল সিউড়ির সাজানো পল্লীর বাসিন্দা শাহরুখ সুলতান আহমেদ। এখন ইউক্রেনেই আটকে রয়েছে সে৷ যদিও, পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে৷

ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসও যোগাযোগ করেছে ওই পড়ুয়া ও পরিবারের সঙ্গে৷ প্রসঙ্গত, ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের এয়ারলিফ্ট করতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা৷ তাও বাণিজ্যিক বিমানের মাধ্যমে৷ এমনটাই জানালেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলা।

তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গেই যোগাযোগ রেখেছে ভারত।

Advertisements

ওই পড়ুয়ার বাবা আফতাব উদ্দিন আহমেদ বলেন, “চিন্তায় আছি। তবে ওরা কয়েকজন ভারতীয় বন্ধু এক সঙ্গে আছে৷ যোগাযোগ হয়েছে৷ খাবার, বিদ্যুৎ, জলের এখনও কোনও সমস্যা হয়নি৷ ভারতীয় দূতাবাস ওদের উদ্ধারের চেষ্টা করছে।”

প্রসঙ্গত, বাংলার অনেক পড়ুয়াই ইউক্রেনে আটকে রয়েছেন। ইতিমধ্যেই তাঁদের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। আটকে থাকাদের হদিশ দিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর হল ২২১৪৩৫২৬, ১০৭০। সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি খোলা থাকবে এই কন্ট্রোল রুম। দায়িত্বে থাকবেন আইএএস আধিকারিক। আধিকারিককে সাহায্য করবেন ডব্লুবিসিএস অফিসাররা।