Birbhum: মুরারইয়ে অবরোধে বিপর্যস্ত ট্রেন চলাচল, তৃণমূল নেত্রীর দিদিগিরিতে উত্তেজনা

সকাল থেকে বীরভূমের (Birbhum) মুরারই স্টেশনে চলছে বিক্ষোভ। আন্দোলনকারীদের বক্তব্য করোনাকাল থেকে বহু ট্রেন মুরারই স্টেশনে দাঁড়াচ্ছে না। সেই কারণে অসুবিধায় পড়তে হচ্ছে জনগণকে। সেই…

সকাল থেকে বীরভূমের (Birbhum) মুরারই স্টেশনে চলছে বিক্ষোভ। আন্দোলনকারীদের বক্তব্য করোনাকাল থেকে বহু ট্রেন মুরারই স্টেশনে দাঁড়াচ্ছে না। সেই কারণে অসুবিধায় পড়তে হচ্ছে জনগণকে। সেই নিয়ে রবিবার সকাল থেকেই চলে বিক্ষোভ। এর জেরে উত্তরবঙ্গের সাথে হাওড়া, শিয়ালদহ ট্রেন চলাচল বিপর্যস্ত। জনগন তিতিবিরক্ত।

এবার, বিক্ষোভ চলাকালীন মুরারই স্টেশনের প্যানেল রুমের দ্বায়িত্বে থাকা রেল কর্মীকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেত্রী ফাল্গুনি সিনহার বিরুদ্ধে। তিনি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য। প্রসঙ্গত, রেল অবরোধের সময় প্যানেল অপারেটিং-এর দায়িত্বে ছিলেন রেল কর্মী অনন্ত। বিক্ষোভ চলাকালীন অবরোধকারীদের সঙ্গে নিয়ে প্যানেলের কন্ট্রোল রুমে প্রবেশ করেন ফাল্গুনি। এরপর প্যানেল অপারেটর অনন্তকে বের করে দেওয়া‌ হয়।

   

এই ঘটনায় ফাল্গুনি সিনহা বলছেন, “আন্দোলন যাতে সফল হয় সেই কারণে ওনাকে বের করে দেওয়া হয়েছে।” অনন্ত বলেন, “অবরোধের জন্য এই ঘটনা ঘটেছে। আমাদের বিভিন্ন অফিশিয়াল ফোরাম রয়েছে। সেই ফোরামে অভিযোগ জানাতে পারত।” এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “ভারতের রেলওয়েকে নষ্ট করার জন্য তৃণমূল এই কাণ্ড করছেন। দাবি দাওয়ার জন্য রেল অবরোধ করে তো লাভ নেই। প্যানেল রুম থেকে যেভাবে একজন কর্মীকে বের করে দেওয়া হল তাতে যে কোনও দুর্ঘটনা ঘটতেই পারত। এই কাজের জন্য ওই নেত্রী ও তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে।”