মমতার নির্দেশে ‘দখলমুক্তি’, ছোট ব্যবসায়ীদের উচ্ছেদ রুখে নায়ক বাম কাউন্সিলর

সর্বশেষ লোকসভা নির্বাচনেও চরম বিপর্যয়ে বাম শিবির। ভোটারদের সমর্থন আটকে আছে সেই পাঁচ শতাংশে। এই অবস্থায় রাজ্য সরকারের নির্দেশে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে নেমে নায়ক হয়ে…

সর্বশেষ লোকসভা নির্বাচনেও চরম বিপর্যয়ে বাম শিবির। ভোটারদের সমর্থন আটকে আছে সেই পাঁচ শতাংশে। এই অবস্থায় রাজ্য সরকারের নির্দেশে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে নেমে নায়ক হয়ে গেলেন বীরভূম (Birbhum) জেলার একমাত্র বাম পুরপ্রতিনিধি সঞ্জীব মল্লিক। তিনি গরীব দোকানিদের হয়ে উচ্ছেদ অভিযান রু়খতে নেমে তীব্র চর্চিত।

রামপুরহাট পুরসভায় চলে উচ্ছেদ অভিযান। ছিলেন তৃ়নমূল কংগ্রেস কাউন্সিলররা ও পুলিশ অফিসাররা। পুরসভার সিপিআইএম কাউন্সিলর একাই জেসিবি মেসিনের সামনে রুখে দাঁড়ালেন। বাম কাউন্সিলর সঞ্জীব মল্লিকের অভিযোগ বিকল্প ব্যবস্থা না করেই জবরদস্তি গরীব দোকানিদের উচ্ছেদ চলছে। রাজ্য সরকারের ‘উচ্ছেদ’ অভিযানের নামে গরিবের রুটি রুজির উপর আঘাত করছে।

   

উচ্ছেদ রুখে দিতেই বাম পুর প্রতিনিধিকে ঘিরে নেয় এলাকার তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, পুলিশ জবরদস্তি সঞ্জীব মল্লিককে সরাতে যায়। তাঁকে ঘিরে এবার ছোট ব্যবসায়ীরা উচ্ছেদ রুখতে নামেন। রামপুরহাট শহরের ১৭ নং ওয়ার্ডে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়।

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, নবান্নের ঘোষণায় আনন্দের জোয়ার

অভিযোগ, হেনস্থা করা হয়েছে বাম পুরপ্রতিনিধিকে। আরও অভিযোগ, ‘দখলমুক্তি’র নামে গরিবের রোজগারে আঘাত করছে রাজ্য সরকার। বুধবারের পর বৃহস্পতিবারও দিকে দিকে জেসিবি মেশিন নামিয়ে উপরে ফেলা হচ্ছে রাস্তার দুধারের দোকানপাট, ঝুপড়ি।