Birbhum: বিশ্বকর্মা পুজোর রাতে ‘গণধর্ষিতা’ ছাত্রী, নানুরে আতঙ্ক

বন্ধুদের সঙ্গে প্যান্ডেল দেখতে গিয়ে রক্তাক্ত চেহারা নিয়ে ফিরল ছাত্রী। পুলিশ খুঁজছে সূত্র।

Attempted rape

রাতে বিশ্বকর্মা পুজো দেখতে গেছিল মেয়ে। রাতভর বাড়ি ফেরেনি। রবিবার সকালে রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরল সেই মেয়ে! গণধর্ষণের (Gang Rape) অভিযোগে সরগরম বীরভূমের (Birbhum) নানুর। ছড়িয়েছে আতঙ্ক। আক্রান্ত ছাত্রী হাসপাতালে।

নানুর থানার বেলুটি গ্রামে আতঙ্ক। রক্তাক্ত ছাত্রীর চেহারা দেখে অন্যান্য কন্যা সন্তানদের অভিভাবকরা সিঁটিয়ে গেছেন।

   

শনিবার বিশ্বকর্মা পুজো দেখতে কয়েকজনের সঙ্গে নানুর থেকে কীর্ণাহার গিয়েছিল এক ছাত্রী। রাতে বাড়ি না ফেরায় আতঙ্কিত ছিলেন অভিভাবকরা। রবিবার সকালে দেখা যায় সেই ছাত্রী রক্তাক্ত হয়ে ঘরে এসেছে। উচ্চ মাধ্যমিকের ছাত্রীর অভিযোগ, বাড়ি ফেরার সময় চারজন তুলে নিয়ে যায়। রাতভর ধর্ষণ করেছে তারা।

জখম ছাত্রীকে বোলপুরের সিয়ান হাসপাতালে ভর্তি করানো হয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন