Birbhum: ‘জয় শ্রী রাম’ স্লোগানে বগটুই গণহত্যায় নিহত সংখ্যালঘু পরিবারেই বিজেপি প্রার্থী

BJP Calls for 12-Hour Bandh in North Bengal

পঞ্চায়েত নির্বাচনে (panchayat election)  বগটুই গণহত্যার শিকার পরিবারগুলির মধ্যেই বিজেপি (bjp) প্রার্থী দিল। তীব্র চাঞ্চল্য (birbhum) বীরভূমে। বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে নামছেন বগটুই গণহত্যায় নিহত পরিবারের ২ মহিলা সহ ৩ জন।

Advertisements

বগটুই গণহত্যা ঘটনার পর নিহতদের পরিবার থেকে মিহিলাল শেখ যোগ দিয়েছিলেন বিজেপিতে। পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে প্রার্থী হলেন তারই ঘনিষ্ঠরা। রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন তারা। প্রার্থী হচ্ছেন মিহিলাল শেখ সহ তিনজন।

২০২২ সালের ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয়েছিল স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। অভিযোগ, পাথর ও কয়লা পাচারে বখরা নিয়ে গোলমালের কারণে এই খুনের ঘটনা ঘটেছিল। আরও অভিযোগ ওইদিন রাতেই ভাদু শেখের অনুগামীরা বগটুই গ্রামে ঢুকে একটার পর একটা ঘরে আগুন ধরিয়েছিল। নিহত হন ১০ জন। সবাই সংখ্যালঘু। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠির মধ্যে বখরা নিয়েই হয়েছিল এমন ভয়াবহ ঘটনা।

Advertisements

বগটুই  ঘটনা তৃণমূল কংগ্রেস সরকারের জমানায় গণহত্যার ঘটনা হিসেবে চিহ্নিত। পরবর্তীতে বগটুইয়ে বিজেপির হয়ে নিহতদের আত্মীয় মিহিলাল শেখ বিজেপিতে যোগ দেয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে মিছিল করে।