Birbhum: পুকুর পাড়-ধান জমির আড়ালে বোমার তল্লাশি, সাঁইথিয়ায় আতঙ্ক

নিশ্চিত হতে পারছে না (Bomb Squad) বম্ব স্কোয়াড। বারবার তল্লাশি চলছে বহড়াপুর গ্রামে। পুকুরের পাড়, ঝোপঝাড়, ধান ক্ষেতের আলে মিলতে পারে বোমা এমনই আশঙ্কা প্রবল।…

Birbhum: পুকুর পাড়-ধান জমির আড়ালে বোমার তল্লাশি, সাঁইথিয়ায় আতঙ্ক

নিশ্চিত হতে পারছে না (Bomb Squad) বম্ব স্কোয়াড। বারবার তল্লাশি চলছে বহড়াপুর গ্রামে। পুকুরের পাড়, ঝোপঝাড়, ধান ক্ষেতের আলে মিলতে পারে বোমা এমনই আশঙ্কা প্রবল। সেই আশঙ্কা নিয়েই (Birbhum) বীরভূমের এই গ্রামে জারি আছে তল্লাশি অভিযান।

তৃণমূল গোষ্ঠি সংঘর্ষের পর থেকে বহড়াপুর প্রায় জনশূন্য। গ্রামবাসীদের অধিকাংশ আতঙ্কে পালিয়েছেন। এলাকায় চলেছে বীরভূম জেলা পুলিশের টহল। জানা যাচ্ছে, বহড়াপুরে আরও অনেক বোমা লুকোনো আছে। সেই সব বোমা ফেটে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবার প্রবল আশঙ্কা।

পঞ্চায়েত ভোটের সময় কী পরিস্থিতি তৈরি হতে চলেছে তার আগাম আন্দাজ আসছে গত কয়েকদিন ধরে সাঁইথিয়া, কেশপুর, মিনাখাঁয় পরপর তৃণমূল কংগ্রেস গোষ্ঠিদ্বন্দ্বে বোমা হামলার ঘটনায়।

Advertisements

আপাতত তেতে গেছে বীরভূমের সাঁইথিয়া। পশ্চিম মেদিনীপুরের কেশপুর। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ। বু়ধবার সকালে কেশপুরে বোমা বিস্ফোরণে জখম হন তৃণমূল কংগ্রেস সমর্থক। রাতে মিনাখাঁয় বোমা ফেটে শিশুর মৃত্যু হয়েছে। আর গত দুদিন ধরে তৃ়ণমূল গোষ্ঠি সংঘর্ষে সাঁইথিয়ার বহড়াপুরে বোমা হামলার আতঙ্ক রয়েছে।

বহড়াপুরের সর্বত্র মুড়ি মুড়কির মতো বোমা পড়েছিল। সংঘর্ষের পর ১৪ জন তৃণমূল সমর্থক ধৃত। কমপক্ষে ৪০টি বোমা উদ্ধার করা হয়েছে। এলাকা দখলের লড়াই ঘিরে বোমাবাজিতে গুরুতর জখম হন ২ জন। রামপুরহাটের বগটুই গ্রামে তৃ়ণমূলের গোষ্ঠি সংঘর্ষে গণহত্যা দেশ জুড়ে আলোড়ন ফেলেছে আগেই।