Darjeeling: দার্জিলিং জমজমাট, মমতা-গুরুংকে ছেড়ে কংগ্রেসে বিনয় তামাং

দার্জিলিং জমজমাট। কালিম্পং জমজমাট। দুই পাহাড়ি জেলার রাজনীতিতে বহুদিন পর কংগ্রেসে নাম নিয়ে আলোচনা শুরু। প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং সামিল হলেন কংগ্রেসে। প্রদেশ কংগ্রেস…

দার্জিলিং জমজমাট। কালিম্পং জমজমাট। দুই পাহাড়ি জেলার রাজনীতিতে বহুদিন পর কংগ্রেসে নাম নিয়ে আলোচনা শুরু। প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং সামিল হলেন কংগ্রেসে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তাঁকে স্বাগত জানান।গতি বছর আগে তৃণমূল ছেড়েছিলেন তামাং। তার আগে গোর্খা জনমুক্তি মোর্চা (গোজমুমো) ছেড়েছিলেন। তামাংকে পরে জিটিএ চেয়ারম্যান করেছিলেন মমতা।

তারপর থেকে দীর্ঘদিন সরাসরি দল না করলেই রাজনীতির আঙিনাতেই ছিলেন পাহাড়ের নেতা বিনয় তামাং। এবার সরাসরি তিনি যোগ দিলেন কংগ্রেসে। এদিন কালিম্পংয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির হাত ধরে বিনয় যোগ দেন কংগ্রেসে।

গোর্খা জাতিভিত্তিক রাজনীতিতে বরাবর সক্রিয় বিনয় তামাং। রাজ্যে বাম আমলে তিনি ছিলেন তৎকালীন জি়এনএলএফ প্রধান সুবাস ঘিসিংয়ের অনুগামী। পরে গোজমুমো গঠিত হলে তামাং চলে যান বিমল গুরং শিবিরে। গুরুং ও মমতার মধ্যে সংঘাত তীব্র হলে গুরুং চলে যান বিজেপির পক্ষে। তখন বিনয় তামাংকে জিটিএ দায়িত্ব দেন মমতা। পরে তামাং যোগ দেন তৃ়নমূলে। তবে মমতার সাথেও তামাংয়ের সংঘাত বাধে। সেই সংঘাত থেকে দূরত্ব তৈরি হয়। অবশেষে তৃণমূল ছেড়ে দেন তামাং। রবিবার তিনি গেলেন কংগ্রেসে।

পাহাড়ি রাজনীতিতে গোর্খা দলগুলির পাশে বরাবর কংগ্রেস, বিজেপি, সিপিআইএম ধাক্কা খেয়েছে। তবে তাদের তুলনায় তৃণমূল খানিকটা সফল বলে মনে করা হয়। এর মাঝে বিনয় তামাংয়ের তৃণমূল ত্যাগ ও কংগ্রেসে যোগ নিয়ে দুই পার্বত্য জেলার রাজনীতি সরগরম। তামাংয়ের সাথে কংগ্রেসে যোগ দিয়েছেন কালিম্পংয়ের প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী।