Bikaner Express: রেল দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের আহত যাত্রীর

বৃহস্পতিবার এক ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল বাংলা তথা গোটা দেশ। আহত হয়েছে বহু এবং মৃত্যু হয়েছে ৯ জনের। এই ঘটনায় গুরুতর অভিযোগ এনেছেন ওই…

বৃহস্পতিবার এক ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল বাংলা তথা গোটা দেশ। আহত হয়েছে বহু এবং মৃত্যু হয়েছে ৯ জনের। এই ঘটনায় গুরুতর অভিযোগ এনেছেন ওই ট্রেনেরই এক যাত্রী। অভিযোগ তুলে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযোগকারী যাত্রীর নাম উত্তম দাস। গত কাল তিনি বিকানের এক্সপ্রেসের এস-১২ কামরায় ছিলেন। তাঁর অভিযোগ, ট্রেনের চালক ব্রেক করায় তিনি ও তাঁর স্ত্রী জখম হয়েছেন। ঘটনার তদন্ত শুরু হবে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার উত্তরবঙ্গে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের ১২ টি কামরা লাইনচ্যুত হয়। তার মধ্যে ৭ টি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিস্থিতি খতিয়ে দেখে জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং কম আহতদের জন্য ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে রেল। আহত যাত্রীদের জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।