Bikaner Express: শীতে কুঁকড়ে ময়নাগুড়িতে বিষাদ পৌষ পার্বন ‘জল দাও জল দাও’

তাপমাত্রা হু হু করে নেমেছে। এর মধ্যেই আর্তনাদ ‘জল দাও জল দাও’, ঠান্ডা জল খেয়ে জীবনের স্বাদ পেলেন আহতরা। পৌষ পার্বনের মিঠে সকাল নয়, করোনা…

Bikaner Express: শীতে কুঁকড়ে ময়নাগুড়িতে বিষাদ পৌষ পার্বন 'জল দাও জল দাও'

তাপমাত্রা হু হু করে নেমেছে। এর মধ্যেই আর্তনাদ ‘জল দাও জল দাও’, ঠান্ডা জল খেয়ে জীবনের স্বাদ পেলেন আহতরা। পৌষ পার্বনের মিঠে সকাল নয়, করোনা হামলার মাঝে ইংরাজি বছরের প্রথম বড়সড় ট্রেন দুর্ঘটনাস্থল জলপাইগুড়ির দোমোহনির এমনই ছবি। (Bikaner Express)

লাইন থেকে ছিটকে ধান জমিতে পড়ে থাকা আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসকে দিনের আলোয় দেখে শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। আহতদের জল দিচ্ছেন সবাই। রাতভর উদ্ধার চলেছে। বাড়ছে মৃতের সংখ্যা।

পড়ুন: Bikaner Express : গাইসাল স্মৃতি উস্কে দিল ময়নাগুড়ির দুর্ঘটনা

রাতেই ৯ জনের মৃত্যু হয়। আরও বহু যাত্রী জখম। সব থেকে ভয়াবহ পরিস্থিতি বিকানের এক্সপ্রেসের ভিতরের অংশে। ভয়াবহ দুর্ঘটনা ঘটে বৃহষ্পতিবার বিকেলে। রাতের আঁধারে ট্রেনের কামরাগুলির ভিতরের পরিস্থিতি শুক্রবার সকালে দেখে আরও আশঙ্কা বাড়ছে।

আরও পড়ুন: Bikaner Express: ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনার আড়ালে দানা পাকছে KLO ষড়়যন্ত্র সম্ভাবনা

Advertisements

জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি যাত্রীদের রক্ত দিতে রাত থেকেই ভিড় শুরু হয়েছে। বিভিন্ন সংগঠন তাদের হেল্পলাইন চালু করেছে। দুর্ঘটনার পরেই দ্রুত সাহায্যে নেমে পড়ে সিপিআইএমের সংগঠন রেড ভলন্টিয়ার্স। এই ঘটনায় ফের প্রশ্ন, সরকারে থাকা দল টিএমসি ও বিরোধী দল বিজেপির ভূমিকা নিয়ে। তবে রাতেই দুটি দল তাদের সাংগঠনিক প্রক্রিয়ায় নেমেছে সাহায্যের জন্য।

শুক্রবার জলপাইগুড়ি পৌঁছে ময়নাগুড়ির দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসছেন রেলমন্ত্রী। রাতেই আহতদের চিকিৎসার খবর নিতে পৌঁছে যান উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সবরকম সাহায্য করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, ট্রেন তেমন জোরে চলছিল না। এখানেই প্রশ্ন, তাহলে কী কারণে ছিটকে গেল বিকানের এক্সপ্রেস? অভিযোগ উঠছে রেলমন্ত্রকের কাজ নিয়েও।