Bikaner Express Accident: রেল মন্ত্রকের গাফিলতির অভিযোগে সরব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

বৃহস্পতিবার এক বড় রেল দুর্ঘটনার সাক্ষী রইল বঙ্গবাসী। ঘটনার রেশ ছড়িয়েছে বাংলার বাইরেও। এদিনের দুর্ঘটনার কারণ হিসেবে নানা কারণ উঠে আসছে। তবে রেল দুর্ঘটনায় গাফিলতির…

বৃহস্পতিবার এক বড় রেল দুর্ঘটনার সাক্ষী রইল বঙ্গবাসী। ঘটনার রেশ ছড়িয়েছে বাংলার বাইরেও। এদিনের দুর্ঘটনার কারণ হিসেবে নানা কারণ উঠে আসছে। তবে রেল দুর্ঘটনায় গাফিলতির প্রশ্ন তুলে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী।

অধীর চৌধুরীর দাবি, রেল মন্ত্রকের গাফিলতির জন্যই আজকের দুর্ঘটনা হয়েছে। তারা সতর্ক থাকলে খুব সহজেই দুর্ঘটনা এড়ানো যেত। তিনি আরও বলেন, এখন আলাদা করে রেলের জন্য বাজেট করা হয়না। রেলের সুরক্ষার জন্য বরাদ্দ অর্থের পরিমাণ কমানো হচ্ছে। রেল লাইনের অবস্থা খতিয়ে দেখা হয়না।

   

দুর্ঘটনার জেরে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কংগ্রেসের পরিষদীয় দলনেতা। পাশাপাশি, কীভাবে এই দুর্ঘটনা হল তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন তিনি।

তাঁর দাবি, রেলে এই মুহূর্তে অনেক পদ খালি পড়ে আছে। সেই পদগুলিতে যোগ্যতা অনুযায়ী কর্মী নিয়োগ করা হোক।

বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার পথে লাইনচ্যুত হয় বিকানের এক্সপ্রেস। এই ঘটনায় জখম হয়েছেন ৫০ জনেরও বেশী যাত্রী। মৃত্যু হয়েছে ৫ জনের। কেন্দ্রীয় রেলমন্ত্রী মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং কম আহতদের ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।