হাড্ডা-হাড্ডি লড়াই বরাহনগর কেন্দ্রে

বরাহনগর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সায়ান্তিকা পিছনে ফেলে বিজেপির প্রার্থী সজল ঘোষকে। বরাহনগরে নির্বাচনের দিন বেশ সমস্যা দেখা গিয়েছিল। সমগ্র রাজ্য যখন নজর রাখছে ৪২ আসনের…

sajal sayantika

বরাহনগর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সায়ান্তিকা পিছনে ফেলে বিজেপির প্রার্থী সজল ঘোষকে। বরাহনগরে নির্বাচনের দিন বেশ সমস্যা দেখা গিয়েছিল। সমগ্র রাজ্য যখন নজর রাখছে ৪২ আসনের দিকে, ঠিক সেই সময় বরাহনগরে হচ্ছে উপনির্বাচন। এই নির্বাচনের শেষ তথ্য পাওয়ার পর জানা যাচ্ছে সজল ঘোষকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন সায়ন্তিকা।

জানা যাচ্ছে ষষ্ঠ রাউন্ড গণনার শেষে দেখা যাচ্ছে ৭১১ ভোটে এগিয়ে ছিল তৃণমূল প্রার্থী সায়ান্তিকা। এতে খুসির হাওয়া তৃণমূল শিবিরে। তবে এর কিছুক্ষণ পরেই আবার গননা হতেই দেখা যায় ঠিক বিপরীতমুখী ঘটনা। সেখানে সজল ঘোষ ৪৫৫ ভোটে এগিয়ে যায় সায়ান্তিকাকে পিছনে ফেলে। এই গননা এখনও চলছে এবং চলবে।

   

এদিন সকালে ভোট গণনা শুরু হতে না হতেই দেখা যায় এগিয়ে ছিল সজল। কিন্তু,বেলা বাড়তেই খেলা ঘুরে যায়। অনেক মান অভিমানের পর প্রার্থী করা হয় সায়ন্তিকাকে। তার পরেই শুরু হয় প্রচার আর সেই প্রচারে বেরিয়ে একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয় সজল ঘোষকে। তবে দিনের শেষ হাসি কে হাসবেন তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বরাহনগর বাসীকে।