শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তের মাঝে সিবিআইতে বড় রদবদল

CBI west bengal

আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের একাধিক মামলার তদন্তভার বর্তেছে সিবিআইয়ের (CBI) ওপর। স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ একাধিক মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই। এরই মধ্যে বিরাট রদবদল সিবিআইতেই। কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর পদে থাকা পঙ্কজ শ্রীবাস্তবকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার জায়গায় আনা হচ্ছে এন ভেনুগোপালকে।

এর আগে চিটফান্ড মামলায় সিবিআই তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। রাজীব কুমার ইস্যুতে বঙ্গ রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ার আগে থেকেই তাঁকে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়। সেইসঙ্গে কয়লা ও গরুপাচার মামলায় তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। সম্প্রতি এসএসসি মামলায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার হয়েও নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। এবার থেকে শুধুমাত্র চিটফান্ড মামলার দায়িত্বে থাকবেন তিনি।

   

ইতিমধ্যেই কয়লাপাচার, গোরুপাচার এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সহ একাধিক মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই। শাসকদলের একাধিক প্রভাবশালী নেতৃত্বকে একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। কিন্তু তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বারবার দিকেই প্রশ্ন তুলছিলেন বিরোধী দলের নেতারা। এরই মধ্যে জয়েন্ট ডিরেক্টর পদে বদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এবার থেকে কয়লা পাচার, গোরু পাচার এবং স্কুল সার্ভিস কমিশনের মতো বিভিন্ন মামলার তদন্ত দেখভালের জন্য এন বেণুগোপালকে জয়েট ডিরেক্টর পদে আনা হয়েছে। সেইসঙ্গে দুর্নীতি দমন শাখার সমস্ত কেস দেখবেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন