ফের কমছে বিধায়ক সংখ্যা। বিরোধী দল থেকে ফের শাসক দলে ঢুকছেন বিজেপির (BJP) বিধায়ক। ফলে বিধানসভায় ৭৭ থেকে ৬৯ জনে নেমে আসতে চলেছে বিরোধী দলের শক্তি।
Advertisements
সদ্য দলত্যাগ করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি ফের তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছেন। এর ফলে রাজ্যে দুজন সাংসদ হারাল বিজেপি। আগেই ছেড়েছেন বাবুল সুপ্রিয়। তাঁর ছেড়ে যাওয়া আসানসোলে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার অর্জুনের দলত্যাগে ব্যারাকপুরও হাতছাড়া বিজেপির।
বাবার পথ ধরে অর্জুন সিং পুত্র পবন সিং বিজেপি ত্যাগ করতে চলেছেন। তিনি ভাটপাড়ার বিধায়ক। সূত্রের খবর, আগামী ৩০ মে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে তৃণমূল কংগ্রেস সমাবেশ তিনি যোগ দেবেন।
Advertisements
বি়ধানসভা ভোটে বিজেপির ৭৭ জন বিধায়ক জিতেছিলেন। পরে উপনির্বাচনে বিজেপি দুটি আসনে পরাজয় হয়। আর চার জন বিধায়ক দলত্যাগ করেন। এর পর ভাটপাড়ার বিধায়ক দলত্যাগের পথে।