Bengali New Year: সীমাম্তে বাংলা বর্ষবরণে বিজিবি-বিএসএফ মিষ্টি শুভেচ্ছা

BGB-BSF sweet exchange

বাংলা বর্ষবরণ (Bengali New Year)  উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানাল।

Advertisements

বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের সীমান্ত। পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সংলগ্ন বিভিন্ন চেকপোস্টে এদিন বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় হয়।

   

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ-ভারতের হিলি সীমান্তের চেকপোস্টর শূন্য রেখায় বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মোকলেছুর রহমান ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার বালকিষনের হাতে মিষ্টি উপহার দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। পরে তারা দুই বাহিনীর পক্ষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন। এ সময় দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

Advertisements

সীমান্তে ভ্রাতত্ববোধ বজায় রেখে বিজিবি ও বিএসএফ তাদের অর্পিত দায়িত্ব পালন করতে পারে ও দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক যেন আরো জোরদার হয় এ লক্ষ্যে দুই দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ চলে আসছে।