HomeWest Bengalবীরভূম বোমাভূম! STF অভিযানে বিপুল বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার

বীরভূম বোমাভূম! STF অভিযানে বিপুল বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার

- Advertisement -

পঞ্চায়েতের আগে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও পিস্তলের সরঞ্জাম উদ্ধার করল বেঙ্গল এসটিএফ (Bengal STF)। উদ্ধার হয়েছে বীরভূমের সিউড়ি থেকে। বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে এক অস্ত্র ব্যবসায়ীকে। স্পেশাল টাস্ক ফোর্স সুত্রে জানা গিয়েছে তার নাম আব্দুল রহিম শেখ ওরফে মেহরুল শেখ। এছাড়া, বীরভূমের নানুরেও উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বোমা।

জানা যাচ্ছে, উদ্ধার করা হয়েছে ৩ টি সেমি অটোমেটিক পিস্তল, ১ টি অত্যাধুনিক পাইপগান, ৫ টি ম্যাগাজিন এবং ৭১ রাউন্ড কার্তুজ। এই উদ্ধার করা কার্তুজের মধ্যে রয়েছে ৬১ রাউন্ড ৭.৬৫ এমএম ক্যাটেগরির কার্তুজ এবং ৯ টি ৮ এমএম ক্যাটেগরির কার্তুজ।

   

শুক্রবার এক বিশেষ অভিযান চালিয়ে বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ড চত্বর থেকে উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্র এবং পিস্তলগুলি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular