Bengal SSC Scam: ‘বেআইনি’ চাকরি বাতিলের পরেই জলপাইগুড়িতে ‘আত্মঘাতী’ ব্যক্তি

নিয়োগ দুর্নীতির (Bengal SSC Scam) জেরে আদালতের নির্দেশের পর বাতিল চাকরির তালিকা বের হয়েছে। অভিযোগ, যোগ্য প্রার্থীদের টপকে যে সব অযোগ্যরা তৃণমূল নেতাদের ধরে বিপুল টাকা দিয়ে চাকরি পেয়েছিল।

নিয়োগ দুর্নীতির (Bengal SSC Scam) জেরে আদালতের নির্দেশের পর বাতিল চাকরির তালিকা বের হয়েছে। অভিযোগ, যোগ্য প্রার্থীদের টপকে যে সব অযোগ্যরা তৃণমূল নেতাদের ধরে বিপুল টাকা দিয়ে চাকরি পেয়েছিল।

নিয়োগ দুর্নীতির (Bengal SSC Scam) জেরে আদালতের নির্দেশের পর বাতিল চাকরির তালিকা বের হয়েছে। অভিযোগ, যোগ্য প্রার্থীদের টপকে যে সব অযোগ্যরা তৃণমূল নেতাদের ধরে বিপুল টাকা দিয়ে চাকরি পেয়েছিল। তালিকায় নিজের নাম দেখেন জলপাইগুড়ি (Jalpaiguri) মরিচবাড়ি এলাকার বছর ৪৬ এর দিলীপ বিশ্বাস। তার দেহ মিলল ঘর থেকে।

রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি পাহাড় গড়েছে। আদালতের নির্দেশে শ’য়ে শ’য়ে কর্মপ্রার্থীরা চাকরি হারা হচ্ছে৷ এর ফলেও নেমে আসছে সামাজিক বিপর্যয়৷ এমনই চাকরি হারিয়ে মানসিক অবসাদের শিকার হলেন জলপাইগুড়িদ মরিচবাড়ি এলাকার দিলীপ বিশ্বাস৷ বছর ৪৬ এর ওই ব্যক্তি হলদিবাড়ি দাড়িপট্টনী উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে গ্রুপ ডি তে কর্মরত। তার ঘর থেকেই দেহ মিলেছে৷

জলপাইগুড়ি দোমহনী মরিচবাড়ি এলাকায় বাড়ি। শিলিগুড়ি দেশবন্ধু পাড়া এলাকায় ভাড়া থাকতেন দীর্ঘ কয়েক বছর ধরে। গ্রুপ ডিতে কর্মরত ছিলেন তিনি৷ তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে৷ দাদা দীনবন্ধু বিশ্বাসের দাবি চাকরি চলে গেছে ভাইয়ের তাই মানসিক অবসাদের কারনেই হয়তো মৃত্যু দিলিপের।

Advertisements

ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। পরে দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এমনটাই খবর সূত্রে।

চাকরির দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন যোগ্যরা। এদিকে অযোগ্যদের চাকরিচ্যুত করে নতুন নিয়োগের নির্দেশ দিচ্ছে হাইকোর্ট। যা নিয়ে বারবার আইনি লড়াই শুরু হয়েছে। অন্যদিকে, এজেন্টদের টাকা দিয়ে চাকরি না পাওয়ায় ধর্না দিতে দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের৷ গ্রেফতার একের পর এক শাসক দলের নেতারা৷ ওয়াকিবহাল মহলের ধারণা, এর ফলে সামাজিক বিপর্যয় নেমে আসবে, তা আগেই আন্দাজ করা হয়েছিল৷ এখন হাতেনাতে তার প্রমাণ মিলল।