নিজের এলাকায় সব বুথে এজেন্ট দিতে পারেনি বিজেপি, পথে বসলেন সুকান্ত

সোমবার মোট ৬৯৬ টি বুথে পঞ্চায়েতের পুনর্নিবাচন চলছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টা থেকে। শুরুটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়তেই আসতে শুরু করেছে মৃত্যুর খবর।…

নিজের এলাকায় সব বুথে এজেন্ট দিতে পারেনি বিজেপি, পথে বসলেন সুকান্ত

সোমবার মোট ৬৯৬ টি বুথে পঞ্চায়েতের পুনর্নিবাচন চলছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টা থেকে। শুরুটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়তেই আসতে শুরু করেছে মৃত্যুর খবর। সন্ত্রাস বলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ এ।

এইদিন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিক্ষোভের মুখে পড়েন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিক্ষোভের প্রতিবাদে রাস্তায় অবস্থানে বসেন তিনি। এলাকার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত।

সুকান্ত মজুমদার জানান যে তিনি অভিযোগ পান গঙ্গারামপুরের মাধবপুর এলাকায় অশান্তি হচ্ছে। তিনি দাবি করেন যে তঁর কাছে খবর আসে যে তৃণমূল কর্মীরা এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। এরপরই সেখানে যান তিনি।

সুকান্ত মজুমদার অভিযোগ করেন যে এলাকায় পৌঁছতেই একদল তাঁর পথ আটকায় এবং গ্রামে ঢুকতে বাধা দেয়। তিনি তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পথ আটকানোর অভিযোগ আনেন। তিনি আরও বলেন যে পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনও ভূমিকাই পালন করেননি।

পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি। এরপর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার।

Advertisements

আতঙ্ক নিয়ে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) পুনর্নির্বাচন লাইনে ভোটাররা, বাহিনীর সামনেই হামলার আশঙ্কা। গ্রাম বাংলার পঞ্চায়েত ভোটে সর্বাধিক রক্তাক্ত মুর্শিদাবাদ। জেলার শতাধিক আসনে ভোট। আরও অন্যান্য জেলার মধ্যে মালদায় চলছে শতাধিক আসনে ভোট। সব মিলে রাজ্যে ৬৯৭টি আসনে ভোট হচ্ছে ফের। এ যেন মিনি পঞ্চায়েত ভোট!

শনিবার হয়েছে গ্রাম-বাংলার ভোট উৎ-শব! ভোটকে কেন্দ্র করে দিকে দিকে চলে সন্ত্রাস। ভোট গ্রহণের আগে থেকে ভোট শেষ হওয়ার পরে শুধু পড়েছে একটার পর একটা লাশ। মুর্শিদাবাদ, কোচবিহার ছিল ভোটসন্ত্রাসের হটস্পট। মুর্শিদাবাদে সর্বাধিক মৃত্যু হয়। রবিবারও একাধিক জেলায় ভোট পরবর্তী সংঘর্ষ চলেছে। রাজনৈতিক মৃত্যুর খবর এসেছে। উত্তপ্ত মুর্শিদাবাদ। সোমবার যতগুলি জেলায় পুনর্নির্বাচন হবে তার মধ্যে সর্বাধিক আসন এই জেলাতেই।