Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের আগে রাজ্যের স্পর্শকাতর এলাকায় শুরু টহল

আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপর মহাসমারোহে উদ্বোধন হবে রাম মন্দিরের (Ram Mandir)। প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। আর তা ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকেছে গোটা অযোধ্যানগরী। পাশাপাশি গোটা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা।এই বিশেষ দিনে যাতে কোথাও অশান্তি না হয় তার জন্যে সতর্ক পশ্চিমবঙ্গ সরকার। বাড়তি সর্তকতা শিল্পনগরী দুর্গাপুর-আসানসোলেও। শুরু হয়েছে পুলিসের রুটমার্চ।

রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে সংহতি যাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি নিজে কলকাতার মিছিলে থাকবেন। আর জেলা-ব্লকে তৃণমূলের মিছিল হবে। মিছিল আটকাতে আদলতে গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উন্নয়নমূলক মন্তব্য করা যাবে বলে আদালত শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেয়। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের আশঙ্কা তৃণমূলের মিছিল থেকে উত্তেজনা ছড়াতে পারে। তিনি বলেন, তৃ়নমূল ও বিজেপি সাম্প্রদায়িক তাস খেলছে। রাজ্যবাসী সতর্ক থাকুন।

   

সোমবার রাম মন্দির উদ্বোধনের আগে কলকাতা ও বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকাগুলোতে চলছে কড়া নজরদারি। বিশেষত হাওড়ার উলুবেড়িয়া, পশ্চিম বর্ধমানের আসানসোল, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চল, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মালদা, মুর্শিদাবাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ বিশেষ সতর্ক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন