গভীর নিম্নচাপে দিঘায় সতর্কতা, পর্যটক- মৎস্যজীবীদের সতর্ক প্রশাসনের

দিঘা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দিঘার (Digha) সমুদ্র এখন প্রচণ্ড উত্তাল। উচ্চ জোয়ারের সঙ্গে বাড়ছে ঢেউয়ের তীব্রতা। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে…

দিঘা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দিঘার (Digha) সমুদ্র এখন প্রচণ্ড উত্তাল। উচ্চ জোয়ারের সঙ্গে বাড়ছে ঢেউয়ের তীব্রতা। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপের গতিবিধি আরও সুস্পষ্ট হবে। এর ফলে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে গোটা রাজ্যে। পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে তাই সতর্কবার্তা জারি করেছে জেলা প্রশাসন।

পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য দুর্যোগের মোকাবিলার জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। ডিডিএমও মৃত্যুঞ্জয় হালদার বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকা জরুরি। প্রয়োজনে কন্ট্রোল রুমে ফোন করার নির্দেশ দেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বর ০৩২২৮-২৬২৭২৮ সর্বদা খোলা থাকবে।

   

উপকূলবর্তী গ্রামে প্রচারের মাধ্যমে জানানো হয়েছে, কোনওভাবেই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া যাবে না। মৎস্যজীবীদের নিরাপদ স্থানে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উপকূল এলাকার বাসিন্দাদের বলা হয়েছে, জরুরি কাগজপত্র, মোবাইল, ইমার্জেন্সি লাইট এবং প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকে গুছিয়ে রাখতে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই জেলা প্রশাসন পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে। প্রতিনিয়ত আবহাওয়ার তথ্য পৌঁছে যাচ্ছে কন্ট্রোল রুমে।

দিঘায় এসময় বিপুল পর্যটকের ভিড় হলেও তাদের নিরাপত্তার স্বার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রামনগর-১ ব্লক প্রশাসনের তরফে মাইকে প্রচার করে বলা হয়েছে, ভরা জোয়ারের সময় সমুদ্রে নামা একেবারেই নিষিদ্ধ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন পর্যটকদের সতর্ক করছে।

Advertisements

পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত কুমার পাত্র জানিয়েছেন, “প্রশাসনের তরফে চরম সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের যেন কোনও অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। তবে সমুদ্রের ভরা জোয়ারের সময় কেউ সমুদ্রে নামতে পারবেন না।”

মঙ্গলবার রামনগর-১ ব্লকের বিভিন্ন সৈকতসংলগ্ন এলাকায় প্রচার চালানো হয়েছে। জেলা প্রশাসনের একাধিক আধিকারিক জানিয়েছেন, জরুরি পরিস্থিতির জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়ার উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সার্বিকভাবে, দিঘার সমুদ্র বর্তমানে উত্তাল হলেও প্রশাসন ও আবহাওয়া দফতরের যৌথ উদ্যোগে পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। পর্যটকদের জন্য যেমন নিরাপত্তা বাড়ানো হয়েছে, তেমনই উপকূলবর্তী মানুষদের সচেতন থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না, তা জানার জন্য আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News