BJP: সুকান্তর মিছিল ঘিরে রণক্ষেত্র ব্যারাকপুর, পুলিশের লাঠিচার্জ

বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ‘আইন অমান্য’ আন্দোলনে গরম ব্যারাকপুর। মিছিলে থাকা বিজেপি সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি…

বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ‘আইন অমান্য’ আন্দোলনে গরম ব্যারাকপুর। মিছিলে থাকা বিজেপি সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি সমর্থকরা। ইটবৃষ্টি হয় মিছিল থেকে বলে অভিযোগ। সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিস। হয় লাঠিচার্জ। ব্যারাকপুরে একাধিক বিজেপি কর্মী জখম।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় সার্বিক আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আইন অমান্য র‍্যালি হচ্ছিল বলে জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

   

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় রাজনৈতিক সংঘর্ষ চলে তৃণমূল ও বিজেপির মধ্যে। এলাকার সাংসদ অর্জুন সিং তৃ়ণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। পরে তিনি ফের তৃণমূলে ফিরেছেন। অভিযোগ, তাঁর গোষ্ঠীর সাথে তৃণমূলের অন্য গোষ্ঠীর সংঘর্ষ চলে। এই সংঘর্ষে বিজোপিও জড়ায়। রাজ্যে বাম জমানায় ব্যারাকপুরে সংঘর্ষ হতো সিপিআইএমের দাপুটে নেতা ও প্রাক্তন সাংসদ তড়িত তোপদারের অনুগতদের সাথে কংগ্রেসের। পরে তৃণমূল ও বাম সংঘর্ষ হতো। এখন সংঘর্ষ চলে তৃণমূল বনাম তৃণমূল ও বিজেপির মধ্যে। এর পাশাপাশি আছে শিল্পাঞ্চলের মাফিয়া গোষ্ঠীর পারস্পরিক সংঘর্ষ। প্রকাশ্যে খুনের ঘটনা ঘটে।

অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পর ব্যারাকপুরে ব্যাকফুটে বিজেপি। সোমবার বিজেপির আইন অমান্য কর্মসূচি ছিল ব্যারাকপুরে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে লালকুঠি মোড় থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিস ঘেরাওয়ের জন্য মিছিল চলছিল। মিছিল আটকাতে চিড়িয়ামোড়ে চারটি ব্যারিকেড করে পুলিশ। ব্যারিকেড ভাঙতে গেলে বিজেপি সমর্থকদের পুলিশ বাধা দেয়। পুলিশকে লক্ষ্য করে বিজেপির কর্মীরা ইট ছোড়ে বলে অভিযোগ। শুরু হয় লাঠি চার্জ।