Birbhum: কেষ্টর এলাকায় CPIM মিছিলে ভিড়, দাঁড়িয়ে দেখলেন TMC নেতারা

জেলা তৃ়ণমূল কংগ্রেস সূত্রে খবর, পঞ্চায়েতে ভোটে বীরভূমে মূল লড়াই হবে CPIM এর সাথে। বিজেপি কোনও ফ্যক্টর নয়।

গোরু পাচার মামলায় তিহার জেলে বন্দি বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল। তার অনুপস্থিতিতে জেলার সংগঠন নিজ দায়িত্বে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বীরভূম জুড়ে চলছে সিপিআইএমের (CPIM) একের পর এক কর্মসূচি। এবার বোলপুরে বিরাট বাম মিছিল দেখা গেল। খোদ অনুব্রতর (কেষ্ট) এলাকায় এই মিছিল দূর থেকে দেখলেন স্থানীয় তৃণমূল নেতারা।

Advertisements

সম্প্রতি বীরভূমে তৃ়ণমূল কংগ্রেস ও বিজেপি ছেড়ে বাম শিবিরে যোগদানের একের পর এক ঘটনা ঘটেছে। পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন গ্রামে পরপর দলত্যাগের ঘটনায় জেলা তৃণমূল শিবির চিন্তিত। আর জেলা সিপিআইএমের দাবি, ভবিষ্যতে আরও বড় ভাঙন অপেক্ষা করছে। তৃণমূলের লাগামহীন দূর্নীতির জেরে গ্রামবাসীরা বাম শিবিরে চলে আসছেন। দুই সরকারের আমলে পঞ্চায়েত ভিত্তিক পরিষেবা তুলনা করে গ্রামবাসীরা বেছে নিচ্ছেন সিপিআইএমকে।

   

মঙ্গলবার বোলপুর শহরে সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান দিয়ে বাম মিছিলে অংশ নেন জেলা কংগ্রেস নেতারা। দুই দলের দাবি, পঞ্চায়েত ভোটে একসাথেই তৃ়ণমূল ও বিজেপির বিরুদ্ধে নামা হবে।

বোলপুরের বিভিন্ন রাস্তা ঘোরে এই মিছিল। এমনকি তৃণমূল নেতারা রাস্তায় দাঁড়িয়ে মিছিল দেখেন। জেলা তৃ়নমূল কংগ্রেস সূত্রে খবর, পঞ্চায়েতে ভোটে বীরভূমে মূল লড়াই হবে সিপিআইএমের সাথে। বিজেপি কোনও ফ্যক্টর নয়।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements