আদিবাসী সংস্কৃতি রক্ষায় সরকারি অনুষ্ঠানের প্রয়োজন নেই, আদিবাসীরা নিজেরাই নিজেদের সংস্কৃতি সুরক্ষিত রেখেছে, দাবি করে ‘জয় জোহার মেলা’ বয়কটের ডাক দিল আদিবাসী সংগঠন ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশান। শনিবার খাতড়ায় সংগঠনের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, আগামী রবিবার থেকে খাতড়া গুরুসদয় মঞ্চে রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে ‘জয় জোহার মেলা’ শুরু হচ্ছে। মেলা চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত।
এদিন ওই সংগঠনের জয়েন্ট কনভেনর তপন কুমার সর্দাররা খাতড়া তল্লাট পারগানা বাবুরাম কিস্কুরা বলেন, আদিবাসীদের হাতেই আদিবাসী সংস্কৃতি সুরক্ষিত। বিপুল পরিমান সরকারী অর্থ খরচ করে মেলা হচ্ছে অথচ আদিবাসী হোষ্টেল গুলি বন্ধ, ছাত্র ছাত্রীদের স্করারশিপের টাকা নেই। তাই এই ধরণের মেলার আয়োজন না করে শিক্ষা ও কর্মসংস্থানে যোগ দেওয়া হোক। তাই সবদিক বিবেচনা করে তাঁরা এই মেলা বয়কট করছেন বলে তারা জানান।