Bankura: বাঁকুড়ার ওন্দায় ট্রেন দুর্ঘটনা

freight-trains-head-on-collision

দুটি মালগাড়ি একের উপর অন্যটি ছিটকে পড়েছে। ওন্দা স্টেশনে ভয়াবহ পরিস্থিতি। (Bankura) বাঁকুড়ায় দুই মালগাড়ির সংঘর্ষ। লুপ লাইনে ঢুকে একটির উপর উঠে গেল অন্যটির ইঞ্জিন!।

ফের সেই একইরকম দুর্ঘটনা যেরকম ঘটেছিল ওড়িশার বালেশ্বরে। দুটি মালগাড়ি বলেই প্রাণহানি হয়নি। না হলে বড় সড় বিপদ বলে মনে করা হচ্ছে।

   

ওন্দা স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। একই লাইনে আরও একটি মালগাড়ি ঢুকে পড়ে। ওই মালগাড়্ বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাচ্ছিল। দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে ধাক্কা মারে দ্বিতীয় মালগাড়ি। দুটি মালগাড়ির বগিগুলো লাইনচ্যুত হয়। সেই একইরকম দুর্ঘটনা যেরকম ঘটেছিল ওড়িশার বালেশ্বর

প্রচণ্ড শব্দে দুর্ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয়রা। স্থানীয়রা এসে মালগাড়ির ভিতরে আটকে থাকা লোকো পাইলটদের উদ্ধার করেন।

এই দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস। পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেসকে পুরুলিয়া স্টেশন থেকে চান্ডিল টাটানগর দিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বাতিল করা হয়েছে সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, খড়গপুর হাটিয়া প্যাসেঞ্জার।

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ওন্দা স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাওয়া অন্য একটি মালগাড়ি সেই লুপ লাইনে ঢুকে পড়ে। দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারায় ইঞ্জিন অপর মালগাড়ির উপরে উঠে যায়।দুমড়ে যায় একাধিক বগি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন