Gold smuggling: কোমরে ছিল কোটি কোটি টাকার সোনা, রাজ্যে ঢুকছিল পাচারকারী

Gold smuggling BGB

আর একটু গেলেই কোটি কোটি টাকার সোনা হাত বদল (Gold smuggling) হয়ে রাজ্যে ঢুকে যাচ্ছিল। একেবারে শেষ মুহূর্তে সবকিছু বানচাল হয়েছে। কোটি কোটি টাকার চোরাই সোনা পশ্চিমবঙ্গে পাচার হওয়ার আগেই বাজেয়াপ্ত করল বাংলাদেশ বর্ডার গার্ড। উদ্ধার করা সোনার বাজারমূল্য কমপক্ষে চার কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বাংলাদেশ থেকে ভারতের সীমাম্ত পার করে পশ্চিমবঙ্গের দিকে পাচার করা হচ্ছিল চোরাই সোনা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ব্যাটেলিয়নের অভিযানে দিঘলটারী সীমান্ত থেকে ৫.২৪৯ কেজি ওজনের ৪৫টি সোনার বার সহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। লালমনিরহাটের ওপারেই ভারতের দিকে পড়ছে কোচবিহার।

   

বিজিবি লালমনিরহাট ব্যাটেলিয়নের লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ গোপন সূত্রে খবর পান ভারতে বিপুল টাকার সোনা পাচার করা হচ্ছে। লালমনিরহাটের দিঘলটারী কুটিরচর এলাকায় অভিযান চালায় বিজিবি। বাংলাদেশের অভ্যন্তরে একটি কলাবাগানের ভিতরে লুকিয়ে ছিল পাচারকারী। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি রক্ষীরা তাকে ধরে দেহ তল্লাশী করতেই দেখেন, ওই ব্যক্তির কোমরে কাপড় দিয়ে বাধা দুটি প্যাকেটে ৪৫টি সোনার বার আছে। ধৃত আজিজার রহমান জানিয়েছে সে কমিশনের ভিত্তিতে ভারতে সোনা পাচার করছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন