৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিচ্ছে বাংলাদেশ, প্রত্যাহার মামলাও

ঢাকা:  বাংলাদেশের জেলে বন্দি ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিতে চলেছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের জলসীমার ভিতর ঢুকে পড়েছিল কাকদ্বীপের…

Bangladesh releases Indian fishermen

ঢাকা:  বাংলাদেশের জেলে বন্দি ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিতে চলেছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের জলসীমার ভিতর ঢুকে পড়েছিল কাকদ্বীপের ছ’টি ট্রলার৷ তাদের আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলি মোট ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী ছিলেন। তাঁদের সকলকে গ্রেফতার করে জেলে বন্দি করা হয়৷ ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে মামলাও করে ইউনূস সরকার৷ সেই মামলাও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে৷  (Bangladesh releases Indian fishermen)

মামলাও প্রত্যাহার Bangladesh releases Indian fishermen

গত বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন৷ যেখানে বলা হয়েছে, ওই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীর বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুসারে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহারের করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক ছটি ট্রলারও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

   

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ Bangladesh releases Indian fishermen

কাকদ্বীপের এই মৎস্যজীবীরা বাংলাদেশে গ্রেফতার হওয়ার পরই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনা হয়৷ তিনি ওই মৎস্যজীবীদের ফিরিয়ে আনার উদ্যোগ নেন৷ এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গে যোগাযোগ করে মুখ্যমন্ত্রীর দফতর৷ ওই মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে বলা হয়। জানা গিয়ছে, খুব শীঘ্রই ওই মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হবে৷ অন্য দিকে, ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ 

 West Bengal: Bangladesh’s interim government to release 95 Indian fishermen detained for entering Bangladeshi waters. The fishermen from Kakdwip were held for over two months. Their release follows diplomatic efforts and humanitarian considerations.