জাল ডোমিসাইল চক্রের হাতে আক্রান্ত বাংলা পক্ষ

Bangla Pokkho

বাংলার ভাষা,বাংলার মানুষদের জন্য বরাবর সামনে থেকে লড়াই করেছে বাংলা পক্ষ (Bangla Pokkho)। বাংলার বুকে সক্রিয় জাল ডোমিসাইল ও কাস্ট সার্টিফিকেট চক্র নিয়ে দাবি করেছিল বাংলা পক্ষ। এবার সেই অভিযোগ জানাতে গিয়েই আক্রান্ত হল বাংলা পক্ষর প্রতিনিধিরা।শারীরিক ভাবে নিগ্রহ করা হয় কৌশিক মাইতিকে। যা নিয়ে তোলপাড় বাংলা।

বাংলা পক্ষ সংগঠন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে এই পশ্চিমবাংলার মাটিতে জাল ডোমিসাইল ও কাস্ট সার্টিফিকেটের একটি চক্র গড়ে উঠেছে। যার মাধ্যমে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের বাসিন্দারা বাংলার ডোমিসাইল এমনকি কাস্ট সার্টিফিকেট জোগার করছে ও বাংলার জন‍্য বরাদ্দ কোটার চাকরি দখল করছে। এরফলে বাংলার ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। এই জাল সার্টিফিকেট চক্রের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এসএসসি গ্রূপ ডি পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে।

   

বাংলা পক্ষের দাবি, জাল ডোমিসাইল ও কাস্ট সার্টিফিকেটের একটি চক্র ব‍্যারাকপুর, মহেশতলা, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় ঘাঁটি গড়ে তুলেছে, এদের সাথে আছে কিছু অসৎ পুলিস ও সরকারি কর্মচারী যুক্ত আছে। এই অভিযোগ নিয়ে গতকাল বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতির নেতৃত্বে শ্রীরামপুর এসডিও অফিসে ডেপুটেশন দিতে যায় এক প্রতিনিধি দল। সেখানেই কিছু দুষ্কৃতী বাংলা পক্ষর উপর হামলা করে। কৌশিক মাইতিকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। এই ঘটনার পর শ্রীরামপুর থানায় এফআইআর করা হয়।

কৌশিক মাইতি বলেন, “বাংলা পক্ষ ডোমাসাইল দুর্নীতির চাকে আঘাত করেছে, তাই দালাল ও দুষ্কৃতীরা ভীত হয়ে পড়েছে। আজকের হামলা সেই কারণেই।” বাংলা পক্ষকে এভাবে থামানো যাবে না বলে তিনি মন্তব‍্য করেন। বাংলা পক্ষ পুলিস প্রশাসনের উপর আস্থাশীল। তিনি আরও বলেন যে এই দুর্নীতি চক্র ধ্বংস করতে বাংলা পক্ষ প্রতিজ্ঞাবদ্ধ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন