বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং হলদিয়া শিল্পাঞ্চলে সমস্ত চাকরি- ঠিকা কাজ ও টেন্ডারে ভূমিপুত্র সংরক্ষণ চালুর দাবিতে বৃহস্পতিবার হলদিয়ায় মিছিল ও সভা করলো বাংলা পক্ষ (Bangla Pokkho)। তাঁদের বক্তব্য, হলদিয়া শিল্পাঞ্চলে কাজে ভূমিপুত্রদের বঞ্চিত করা যাবে না। বাঙালিকে কাজে নিতে হবে। প্রয়োজনে রাজ্য সরকারকে বিধানসভায় ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশ করাতে হবে।
অভিযোগ, হলদিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজিতে বহিরাগত ছাত্র-ছাত্রীরা এইচআইটি গ্যাং বানিয়ে বাঙালি ছাত্র-ছাত্রীদের হেনস্থা-মারধোর করে নিয়মিত। স্থানীয় মানুষকে হেনস্থা করে। এর প্রতিবাদে এদিন মিছিল ও সভা থেকে গর্জে ওঠে বাংলা পক্ষ।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য ডাঃ অরিন্দম বিশ্বাস, অমিত সেন, পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক সুতনু পণ্ডিত এবং জেলার সদস্যরা।
আগামী দিনে সভা হলদিয়া বন্দরের নামকরণ স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তর নামে করতে হবে। এমনটাও দাবী তুলে স্লোগান ওঠে বাংলা পক্ষর তরফে।