করোনাকালে ধর্ষণ, দীর্ঘ শুনানির পর অবশেষে সাজা পেলেন অভিযুক্ত

শঙ্কর দাস, বালুরঘাট : আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনার প্রায় এক মাস হতে চলল কিন্তু এখনও তদন্ত শেষ হল না। এদিকে রাজ্যে ধর্ষণের অন্য…

Balurghat rape case verdict announced

শঙ্কর দাস, বালুরঘাট : আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনার প্রায় এক মাস হতে চলল কিন্তু এখনও তদন্ত শেষ হল না। এদিকে রাজ্যে ধর্ষণের অন্য একটি মামলায় ২৪ দিনের মাথায় তদন্ত শেষ করে চার্জশিট জমা দেয় পুলিশ। ঘটনাটি ২০২০ সালের, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) থানার অন্তর্গত মাধবপাড়া গ্রামের। তিন বছরের এক নাবালিকাকে ধর্ষণের একটি ঘটনা ঘটে। সেই সময় নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অসিত পাহান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করার ২৪ দিনের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হয়।

গত চার বছর ধরে আদালতে চলে মামলাটি। অবশেষে চার বছর বাদে শুক্রবার ওই মামলার রায় ঘোষণা করল বালুরঘাট জেলা পস্কো আদালত। ঘটনায় অভিযুক্ত অসিত পাহানকে দোষী সাবাস্ত করে সাজা ঘোষণা করেন বিচারক শরণ্যা সেন প্রসাদ। দোষীর বিরুদ্ধে ২০ বছরের সশ্রম কারাবাস ও ১০ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন তিনি। তবে আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, জরিমানা আদায়ে আরও ছয় মাস অতিরিক্ত কারাবাসের কথাও উল্লেখ করা হয়েছে।

   

এদিকে আরজি কর কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে আন্দোলন চলছে চারিদিকে। আর এই আন্দোলনের মধ্যে বালুরঘাটে ধর্ষণের মতো ঘটনায় এমন সাজা ঘোষণাকে সমাজের সামনে অন্য বার্তা বলেই দাবি করেছেন দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল। শুধু তাই নয়, এই ঘটনার ২৪ দিনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশকেও পুলিশের বড়সড় সাফল্য বলে দাবি করেছেন তিনি।