দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে (tmc) লক্ষ্য করে গুলি করা হয়। বাইকে করে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়।
লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করে, তার হাত পা ভেঙে দেওয়া হয়। হামলাকারীরা কয়েকজন ছিল বলে জানা যাচ্ছে।
যুব তৃণমূল কর্মী অরিত্র ঘোষ বাড়ি থেকে বেরিয়েছিল। সেই সময় আড়িয়াদহে বেশ কয়েকজন দুষ্কৃতি তার পথ আটকায়। তাকে লক্ষ্য করে গুলি চালালেও অল্পের জন্য তা লক্ষভ্রষ্ট হয়। এরপরে তাকে রড বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় ব্যক্তির মাটিতে পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
তিনি বারবার একটাই নাম বলছেন তা হলো জয়ন সিং। তার সঙ্গে তিনি একজন প্রোমোটারের নামও বলছেন। এই আহত ব্যক্তি ও প্রোমোটিং এর সঙ্গে যুক্ত ছিল এর সঙ্গেই তিনি একজন যুবক তৃণমূল কর্মী।