Dilip Ghosh: দিলীপ ঘোষের কনভয়ে ইট বৃষ্টির অভিযোগ, ফাটল মাথা

ফের হামলার মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মন্তেশ্বরের পর এবার কালনা গেটের কাছে দিলীপের কনভয়ে হামলার অভিযোগ উঠল। তাঁর কনভয়ে ইট হামলা চালানো…

gas cylinder blast in south 24 parganas

ফের হামলার মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মন্তেশ্বরের পর এবার কালনা গেটের কাছে দিলীপের কনভয়ে হামলার অভিযোগ উঠল। তাঁর কনভয়ে ইট হামলা চালানো হল বলে খবর। এদিকে এই ঘটনায় নিজের ক্ষোভ উগড়ে দিলেন তিনি। জানালেন, ‘হামলা চালিয়েছে সমাজবিরোধীরা। ঘটনায় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী চুপ।’  

এদিকে গাড়ি ভাঙচুরের ঘটনায় আহত হয়েছেন দুজন কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় পুলিশ, কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। শেষ পাওয়া খবর অনুযায়ী,  কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মাথা ফেটে গিয়েছে। 

 

Advertisements

 

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ।