রেশন দুর্নীতির তদন্তে ইডির উপর হামলার (Attack On ED) নির্দেশ দিয়ে পলাতক সন্দেশখালির ‘বাঘ’ বলে চর্চিত তৃণমূল নেতা শেখ শাহজাহান। তার সাথে যোগাযোগ করেছেন তৃ়নমূল বিধায়ক সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত। তিনি বিস্ফোরক দাবি করলেন।বিধায়ক বলেছেন, ইডি চাইলে তাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত শেখ শাহজাহান।
তৃণমূল বিধায়ক বলেন, গতকাল ইডি দফতরে তারা আইনজীবীরা গেছিলেন। হয়তো ইডির আধিকারিকেরা দেখা করেননি আইনজীবীদের সাথে। আইনজীবীরা তার স্বপক্ষে যে পদক্ষেপ নেওয়ার কথা সেটাই নেবে। এটি যদি ডাকে প্রস্তুত আছে শাহজাহান। শাহজাহান আইনজীবী পাঠিয়েছিলেন যে তার ঘরে থাকা না সত্বেও ওই ঘটনা ঘটেছে। আগামী দিনে তারা যদি সহায়তা করতে বলে তাহলে শাহজাহান তাই করবে। ইডি যদি নোটিশ দেয় তাহলে শাহজাহান কথা বলবে। তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এও স্পষ্ট করে বলেন যে না আর হামলা হবে না। গ্রামবাসী ভয় পেয়ে এই ঘটনা ঘটেছে তারা আর এই ঘটনা ঘটাবে না এটা আমরা দায়িত্ব নিচ্ছি।
তৃণমূল নেতা শেখ শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলাপরিষদের মৎস্য কর্মাধক্ষ্য। রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের সাথে জ্যোতিপ্রিয় মল্লিকের বিশেষ সংযোগ পেয়েছে ইডি। জ্যোতিপ্রিয় হেফাজতে। আর শাহজাহান পলাতক।
সন্দেশখালিতে সে ‘বাঘ’ নামে তৃণমূল সমর্থকদের কাছে পরিচিত। তার বাড়িতে ইডি তল্লাশির সময় হামলা হয়েছিল। ইডি ও কেন্দ্রীয় রক্ষীদের রক্তাক্ত ছবিতে দেশ সরগরম। এরপর থেকে সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান পলাতক। সে গোপন ডেরা থেকে অডিও বার্তায় বলেছে, আমি নির্দোষ। যদি দোষ প্রমাণ হয় তাহলে নিজের মুন্ডু নিজে কাটব।